সৌভিক মুখার্জী, কলকাতা: আপনি কি আগস্ট মাসের দিকে ট্যুরের প্ল্যান করছেন? তাহলে আপনার জন্য দারুণ সংবাদ। হ্যাঁ, এবার IRCTC নেপাল ভ্রমণের জন্য দারুণ একটি ফ্লাইট ট্যুর (IRCTC Nepal Tour) প্যাকেজের আয়োজন করেছে। মূলত এটি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল নেপাল প্যাকেজ হতে চলেছে।
মাউন্ট এভারেস্টের চূড়া, আবার অন্যদিকে চোখ ধাঁধানো প্রকৃতি আর পাহাড়ি সংস্কৃতি, অ্যাডভেঞ্চারপ্রেমী ও প্রকৃতিপ্রেমীদের জন্য নেপাল সব সময় গন্তব্যের সেরা স্থান। তাই এবার বাজেটের মধ্যে সেই সুযোগ দিতে চলেছে IRCTC। মূলত 5 রাত 6 দিনের এই সফরটি শুরু হবে আগামী 12 আগস্ট থেকে।
প্যাকেজ সম্পর্কিত বিস্তারিত তথ্য
জানা যাচ্ছে, IRCTC -এর তরফ থেকে চালু করা এই প্যাকেজের নাম ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল নেপাল প্যাকেজ এক্স মুম্বাই। আর এই প্যাকেজের কোড WMO018। মূলত এটি 5 রাত 6 দিনের ট্যুর হবে। আর এই ট্যুরটি শুরু হবে আগামী 12 আগস্ট থেকে। উল্লেখ্য, ফ্লাইট এবং বাসের মাধ্যমেই ট্যুরটির আয়োজন করা হয়েছে। এই প্যাকেজে নেপালের রাজধানী কাঠমান্ডু ও পোখরা শহর ঘুরিয়ে দেখানো হবে। পাশাপাশি পাহাড়, লেক, প্রাচীন মন্দির, ভাস্কর্য, বাজার সবকিছুর অভিজ্ঞতাই থাকবে।
This Independence Day, IRCTC is flying you from Mumbai to the land of mountains and mystic moments – Kathmandu and Pokhara! Book this 5N/6D of pure bliss at just ₹46,400/- pp*!https://t.co/pzJ2OX9iZ9
(packageCode=WMO018)#IRCTCTourism #TravelWithIRCTC #VisitNepal #TravelNepal… pic.twitter.com/wjuuGsjh46
— IRCTC (@IRCTCofficial) July 3, 2025
কী কী থাকবে এই ট্যুরে?
প্রথমত, আন্তর্জাতিক ফ্লাইটে চড়ার সুযোগ পাওয়া যাবে এই ট্যুরে। দ্বিতীয়ত, এসি বাসে লোকাল ট্রান্সপোর্টের সুবিধা মিলবে। এমনকি উন্নতমানের হোটেলে থাকার ব্যবস্থা, যেখানে প্রতিদিন ব্রেকফাস্ট ও ডিনার দেওয়া হবে। সম্পূর্ণ ফ্রিতেই আশেপাশে ভ্রমণ করানো হবে। আর সাথে থাকবে অভিজ্ঞ ট্যুর ম্যানেজার। এক্ষেত্রে সাইটসিয়িং বা ঘোড়ার সম্পূর্ণ ব্যবস্থা IRCTC-এর তরফ থেকেই ঠিক করা হবে।
খরচ কত হবে?
জানা গিয়েছে, IRCTC-এর এই প্যাকেজে খরচও খুব একটা বেশি পড়বে না। সিঙ্গেল ব্যক্তি অর্থাৎ একার জন্য মাথাপিছু 54,960 টাকা করে লাগবে। দুজন ব্যক্তির জন্য মাথাপিছু 46,900 টাকা করে লাগবে, আর তিনজন ব্যক্তির জন্য মাথাপিছু 46,400 টাকা করে লাগবে।
আরও পড়ুনঃ বোম্বে হাইকোর্টের বিচারপতি পদে বসবে বিজেপি’র প্রাক্তন মুখপাত্র! ছড়াল বিতর্ক
তাই যদি চলতি আগস্ট মাসে একটু নিরিবিলি স্থানে ছুটি কাটাতে ট্যুরের প্ল্যান করে থাকেন, তাহলে IRCTC-এর এই নেপাল ট্যুর হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। কারণ এরকম সুযোগ হয়তো ভবিষ্যতে আর আসবে না।