সহেলি মিত্র, কলকাতা: মকর সংক্রান্তির আগে জাঁকিয়ে শীতে কাবু বাংলা। বাড়ি থেকে বেরোনোর নাম শুনলেই গায়ে কাঁটা দিচ্ছে অনেকের। আবার মাঝে মধ্যে অবশ্য বঙ্গবাসীর সঙ্গে লুকোচুরি খেলছে শীত। দুদিন আগেও ঠান্ডায় যেন কিছুটা ভাটা পড়েছিল। তবে ফের নিজের চেনা ছন্দে ফিরে এসেছে শীতল আবহাওয়া। সোমবার থেকে ফের এক ধাক্কায় অনেকটাই নেমেছে কলকাতা সহ বিভিন্ন জেলার আবহাওয়া। আজ মঙ্গলবারও জেলায় জেলায় পারদ পতন অব্যাহত থাকবে বলে ইঙ্গিত দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। অন্যান্য দিনের মতো আজও ভোর থেকে জায়গায় জায়গায় দেখা গিয়েছে ঘন কুয়াশা। যদিও বেলা বাড়লে রোদ উঠবে, সঙ্গে কুয়াশার প্রকোপ কেটে যাবে। জানা গিয়েছে, মঙ্গলবারও জেলায় জেলায় দাপট থাকবে জমজমাটি ঠান্ডার। পশ্চিম বর্ধমান থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, কলকাতা, মুর্শিদাবাদ জেলায় হাড় কাঁপানো শীত থাকতে পারে আজ। সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে।
অপরদিকে কলকাতা শহরের তাপমাত্রা ১২ থেকে ১৪ ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা। হাওয়া অফিস জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। এই পরিস্থিতি অন্তত আগামী পাঁচ দিন বজায় থাকবে বলে পূর্বাভাস। পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় গত কয়েকদিন ধরে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে, যার ফলে জমি এবং গাছপালায় তুষারপাত হচ্ছে। আবহাওয়া কর্মকর্তারা এরকম ঘটনাকে অবিশ্বাস্যকর বলে জানিয়েছেন।কর্মকর্তারা জানিয়েছেন, মাঠ, খড়ের স্তূপ, বাঁশের খুঁটি, লোহার পাইপ এমনকি চার চাকার যানবাহনেও তুষার দেখা গেছে। যার ফলে এই অঞ্চলের মানুষ সিকিম এবং দার্জিলিংয়ের সঙ্গে তুলনা করছেন পুরুলিয়াকে।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আজ ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে মালদা ও জলপাইগুড়ি জেলায়। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশা সঙ্গে শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।