সহেলি মিত্র, কলকাতাঃ বদলে গিয়েছে বাংলার আবহাওয়া (Weather Today)। শীতের বদলে নতুন করে সকলের কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। এদিকে মরার ওপর খাঁড়ার ঘা হিসেবে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত এবং একটি শক্তিশালী নিম্নচাপ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আলিপুর আবহাওয়া অফিসের তরফে বাংলায় আজ বৃহস্পতিবার থেকে আগামী কয়েকদিন বাংলার তাপমাত্রা উর্ধ্বমুখী হবে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে। সেইসঙ্গে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ তৈরি হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। যাইহোক আজ বৃহস্পতিবার সারাদিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া চলুন জেনে নেওয়া যাক।
কেমন থাকবে আজকের আবহাওয়া?
এমনিতে নভেম্বর মাসের শুরুর দিকে বেশ জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছিল বাংলায়। শীতপ্রেমীরা এরকম আবহাওয়া দেখে তো আহ্লাদে আটখানা হয়েই গিয়েছিলেন এবং ভেবেছিলেন যাক এবারে শীত অনেক আগেই পড়ে গেল তাহলে। কিন্তু সে গুড়ে বালি। অগ্রহায়ণ মাস পড়তে না পড়তে ফের বাংলার পারদ ঊর্ধ্বমুখী হয়ে গেল। এদিকে আবার দুর্যোগের সম্ভাবনা তৈরি হচ্ছে সাগরে বলে খবর। শীত কমে গেছে, এবং দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়ছে, যা আরামদায়ক আবহাওয়ার ক্ষেত্রে অনেকটাই ব্যাঘাত ঘটিয়েছে।
আলিপুর আবহাওয়া অফিসের তরফে দেওয়া তথ্য অনুযায়ী, আগামী দিনগুলিতে উত্তর থেকে দক্ষিণে রাজ্য জুড়ে রাতের তাপমাত্রা বাড়বে। আপাতত, রাজ্যে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস জানিয়েছে যে শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি নিম্নচাপ অঞ্চল পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী ৪৮ ঘন্টার মধ্যে এর সাথে একটি ঘূর্ণাবর্ত আরও স্পষ্ট হয়ে উঠবে। এরপর এটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে কিনা সেদিকে নজর থাকছে আবহাওয়া বিজ্ঞানীদের। হাড় কাঁপানো না হলেও শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। অপরদিকে ঠান্ডা থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং জেলায়।
তাপমাত্রা বাড়বে হু হু করে
উত্তর ও দক্ষিণ বঙ্গে রাতের তাপমাত্রা কয়েক দিনের জন্য ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে, তারপর পরবর্তী চার দিনের জন্য স্থিতিশীল থাকবে। কলকাতার আকাশ আজ ও আগামীকাল মোটের ওপর পরিষ্কারই থাকবে।