প্রীতি পোদ্দার, কলকাতা: সকালে চড়া রোদ থাকলেও, বেলা বাড়তেই আকাশে ঘন মেঘের আনাগোনা দেখা দিচ্ছে। আর তার সঙ্গেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েই চলেছে একাধিক জেলায়। জানা গিয়েছে চলতি সপ্তাহেও একটানা বৃষ্টির সম্ভাবনা বাংলায়। তবে বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে এখনই রেহাই নেই রাজ্যবাসীর।
আবহাওয়া দপ্তর (Weather Update) সূত্রে জানা গিয়েছে ফের বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যার প্রভাবে চলতি সপ্তাহে রাজ্যের জেলায় জেলায় ফের একবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই কারণে গতকাল অর্থাৎ বুধবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েই চলেছে। আজ সকাল থেকেও ঘন কালো মেঘে ছেয়ে গিয়েছে গোটা আকাশ। জোরালো বৃষ্টি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।
দক্ষিণবঙ্গে আজকের আবহাওয়া
দক্ষিণবঙ্গের সব জেলাতে আজও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে বৃষ্টির পরিমাণ বেশি থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শুধু বৃষ্টি নয় এর পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
অন্যদিকে আগামীকাল অর্থাৎ শুক্রবার, রথযাত্রার দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। ওই দিন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। দিনভর সমুদ্র উত্তাল থাকবে বলে জানা গিয়েছে। সে কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন: পরমাণু মিসাইলের নিশানায় আমেরিকা! চিনের মদতে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পাকিস্তানে
উত্তরবঙ্গে আজকের আবহাওয়া
বর্ষা প্রবেশের কারণে উত্তরবঙ্গে সপ্তাহভর কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেখানে। তবে আজ ভারী বৃষ্টির কোনও সতর্কতা জারি করা হয়নি। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে আগামীকাল উত্তরের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে জলপাইগুড়ি এবং কোচবিহারের কোনও কোনও এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।