দক্ষিণবঙ্গের ৬ জেলায় শীতল দিন, পড়বে রেকর্ড ঠান্ডা! আজকের আবহাওয়া

Weather Today South Bengal

সহেলি মিত্র, কলকাতাঃ কনকনে শীতে কাঁপছে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ। উত্তরবঙ্গের কথা আলাদা করে এখন আর বলার অপেক্ষা রাখে না। কারণ দার্জিলিং থেকে শুরু করে সিকিমের উপরিভাগ অঞ্চলে হচ্ছে প্রবল তুষারপাত। এই কারণে এখন সেখানকার পর্যটন ব্যবসাও বেশ ফুলেফেঁপে উঠেছে। এদিকে দক্ষিণবঙ্গও কিন্তু পারদ পতনের দিক থেকে কোনও অংশে কম যাচ্ছে না। আজ শুক্রবার সকাল থেকে আরও ঠান্ডা যেন জাঁকিয়ে বসেছে বাংলার জেলাগুলিতে। ভোরে ঘন কুয়াশা এবং শীত যেন চামড়া ভেদ করে ঢুকতে চাইছে। আজও বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মূলত বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের ফলে বাংলায় শীতের মাত্রা আরও বেশ খানিকটা বেড়ে গিয়েছে বলে খবর। এদিকে আজ সকাল থেকেই আকাশ আবার মেঘলাও রয়েছে। তবে বেলা বাড়লে রোদের দেখা মিলবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আজ বীরভূমে শুক্রবার সকাল পর্যন্তও শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। পাশাপাশি, দক্ষিণবঙ্গের আরও ছয় জেলায় ‘শীতল দিন’ থাকতে পারে বলেও জানানো হয়েছে। এই জেলাগুলি হল হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া। কলকাতা এবং দক্ষিণবঙ্গে, সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী সাত থেকে আট দিন কলকাতায় ঠান্ডা থাকবে। সর্বনিম্ন তাপমাত্রায় সামান্য তারতম্য থাকবে এবং শুষ্ক আবহাওয়াও অব্যাহত থাকবে।

আরও পড়ুন: দাম ১৭ টাকারও কম, মুকেশ আম্বানির সংস্থার এই স্টকে টাকা রাখতে পারেন

হাওয়া অফিস আরও জানাচ্ছে, শুক্রবার রাতে হাড়কাঁপানো তীব্রতর শীত পড়তে চলেছে। শনিবার সকালে হয়তো দক্ষিণবঙ্গের কিছু কিছু অঞ্চলে কয়েক দশকের ঠান্ডার রেকর্ড ভেঙে যেতে পারে। আসলে বঙ্গোপসাগরে ফের তৈরি হয়েছে শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপ শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা নেই। হাওয়া অফিস জানাচ্ছে, পশ্চিমবঙ্গের সরাসরি নিম্নচাপের প্রভাব না পড়লেও, পরোক্ষ প্রভাবের কারণে আগামী দিন আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে দক্ষিণবঙ্গের আকাশ। সে ক্ষেত্রে উত্তরে বাতাসের দাপট আরো বৃদ্ধি পাওয়ার কারণে দক্ষিণবঙ্গের শীতের দাপট বাড়বে।

আরও পড়ুন: ই-রিকশা, টোটোয় AVAS সিস্টেম বাধ্যতামূলক করতে চলেছে সরকার

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। আইএমডি ইঙ্গিত দিয়েছে যে জেলায় জেলায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি অব্যাহত থাকবে, বিশেষ করে কোচবিহার এবং জলপাইগুড়ির মতো উত্তরবঙ্গের জেলাগুলিতে, যেখানে ঘন সকালের কুয়াশা দৃশ্যমানতা উল্লেখযোগ্যভাবে হ্রাস করতে পারে। রবিবারের মধ্যে তাপমাত্রায় সামান্য ধীরে ধীরে বৃদ্ধি সম্ভব হলেও, উত্তর-পশ্চিম দিক থেকে আসা হাওয়া সপ্তাহান্তে শীতকালীন ঠান্ডার মাত্রা আরও বেশ খানিকটা বৃদ্ধি করবে। দার্জিলিং-এ বৃষ্টি এবং তুষারপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

Leave a Comment