সহেলি মিত্র, কলকাতাঃ ডিসেম্বর মাস শুরু হতে না হতেই ভয়াবহ ঠান্ডার কবলে বাংলা। উত্তরবঙ্গের পাশাপাশি এখন দক্ষিণবঙ্গেও শীতের আসল খেলা শুরু হয়ে গিয়েছে। এখনও যদি আপনি লেপ, কম্বল না বের করে থাকেন তাহলে ঝটপট তা করে ফেলুন নইলে পস্তাতে হবে। আজ শনিবারও বাংলার জেলায় জেলায় তীব্র শীতের পূর্বাভাস (Weather Today) জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। চলুন বিশদে জেনে নেওয়া যাক আজকের আবহাওয়া সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আলোচনা করে নেওয়া যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, শনিবারও তীব্র শীতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, হাওড়া, মুর্শিদাবাদ জেলায়। উল্লেখিত জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে খবর।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়ার হাল হকিকত সম্পর্কে। জানা গিয়েছে, আজও অতিরিক্ত ঠান্ডা থাকবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। ইতিমধ্যে পাহাড়ি জেলা দার্জিলিং-এর সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছে। আগামী দিনে পারদ আরও কমবে বলে খবর।
আবহাওয়া দফতরের এক আধিকারিক জানান, আগামী সাত দিন রাজ্যে শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার দাপট বজায় থাকবে। গোটা রাজ্যেই শীতের অনুভূতি আরও বাড়বে। উত্তর-পশ্চিম ভারত থেকে ঠান্ডা হাওয়া এ বছর তুলনামূলক আগেই দক্ষিণবঙ্গে ঢুকেছিল। তবে টানা দু’টি ঘূর্ণিঝড়ের প্রভাবে এই প্রবাহে বাধা সৃষ্টি করায় কয়েক দিনের জন্য উষ্ণতা বেড়েছিল। যদিও এখন ঘূর্ণাবর্তগুলির প্রভাব কেটে যাওয়ায় আবার ঠান্ডা হাওয়া ঢুকছে, ফলে ফের রাজ্যে শীত ফিরে এসেছে তা বলাই চলে।
আপাতত কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। তবে ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী জেলাগুলিতে কোথাও কোথাও দৃশ্যমানতা ৯০০ থেকে ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে।