প্রীতি পোদ্দার, কলকাতা: বর্ষশেষ ও বর্ষবরণে বেশ জাঁকিয়ে বসেছে শীত। পারদ ছুঁয়েছিল ১১-১২ ডিগ্রির ঘরে। প্রায় ১৮ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে এই শীত। তবে দুইদিন যেতে না যেতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে শীতের শক্তিক্ষয় ঘটল। তবে চিন্তা নেই, এটাও সাময়িক, কারণ আগামীকাল থেকেই ফের পারদ পতনের ইঙ্গিত মিলেছে দক্ষিণবঙ্গ জুড়ে। তাই ছুটির দিনে ঘুরতে বেরোনোর আগে দেখে নিন একনজরে আজকের আবহাওয়া আপডেট।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আজ অর্থাৎ রবিবার দক্ষিণবঙ্গ সহ কলকাতায় তাপমাত্রা (Weather Today) আরও কিছুটা বাড়বে গতকালের তুলনায়। অর্থাৎ আজও কনকনে ঠাণ্ডা থেকে সাময়িক স্বস্তি মিলবে। শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে আগামীকাল থেকে ফের পারদ পতন হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে তাপমাত্রা থাকবে।
কুয়াশার ঘনঘটা বাড়বে রাজ্যে। আজও সকাল থেকে দক্ষিণবঙ্গে কুয়াশা বিরাজ থাকবে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ সহ-সংলগ্ন এলাকায় থাকবে কুয়াশা। তবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং নদীয়া জেলাতে ঘন কুয়াশা সতর্কবার্তা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আজ অর্থাৎ রবিবার শীতল এবং স্যাঁতসেঁতে আবহাওয়া বজায় থাকবে। তার কারণ বৃষ্টির সর্তকতা জারি করেছে হাওয়া অফিস। ৪ জেলায় অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় রয়েছে তুষারপাতের সম্ভাবনা। তার উপর বজায় থাকবে ঘন কুয়াশার দাপট। দক্ষিণে জলীয় বাষ্প পূর্ণ পূবালী হাওয়ার সঙ্গে উত্তর ভারতের শীতল হাওয়ার সংঘাতে কুয়াশার দাপট বাড়বে। আগামী বুধবার পর্যন্ত কুয়াশার দাপট অব্যাহত থাকবে উত্তরবঙ্গের সব জেলাতেই। ভোর এবং রাতের দিকে অনেকটাই কমবে দৃশ্যমানতা।