দক্ষিণবঙ্গে আরও নামবে পারদ, কেমন থাকবে কলকাতা? আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বরের শুরুতে শীত (Weather Update) জাগিয়ে পড়লেও মাঝখানে ঘুনাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে শীত কার্যত উধাও হয়ে গিয়েছিল! বেড়ে গিয়েছিল তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা নভেম্বরে ছিল ২৩ এর ঘরে ডিগ্রির ঘরে। তবে ডিসেম্বর পড়তেই ফের নামতে শুরু করেছে তাপমাত্রা। শীত নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস।

বিগত কয়েকদিন ধরেই বাতাসে শিরশিরানি ভালই অনুভূত হচ্ছে। আশা করা যাচ্ছে আর জমিয়ে শীতে উপভোগ করার সুযোগ আসছে এই সপ্তাহের শেষেই। হাওয়া অফিস জানাচ্ছে আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি। পশ্চিমাঞ্চলের জেলাগুলি, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, এবং পশ্চিম মেদিনীপুরে শীতের দাপট আরও বাড়বে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতার সহ দক্ষিণ বিভাগের একাধিক জেলায় শীতল এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকালের দিকে কুয়াশার দাপট দেখা যাবে তবে বেলা বাড়তেই ধীরে ধীরে কাটবে কুয়াশার ছায়া এবং সারাদিনে রোদ্রজ্জ্বল এবং পরিষ্কার আকাশ দেখা যাবে। হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে আগামী ২ থেকে ৩ দিন তাপমাত্রা কমতে পারে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে ভোর এবং রাতের শীতের আমেজ সবচেয়ে বেশি অনুভূত হবে। কলকাতায় পারদ নামতে পারে ১৫ ডিগ্রি সেলসিয়াসের কোঠায়। ঠিক তেমনি পশ্চিমের জেলাগুলি যেমন পুরুলিয়া বাঁকুড়া বীরভূম ইত্যাদি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রী সেলসিয়াস এর ঘরে পৌঁছবে।

আরও পড়ুন: ইমামের আযানের মাধ্যমে শুরু হয় পূর্বস্থলীর এই কালী পুজো, শুরু হয়েছিল ২৫০ বছর আগে

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের একাধিক জেলায় আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার ঠান্ডা এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করতে চলেছে। এছাড়াও জানা গিয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং ও কালিম্পং-এ ধীরে ধীরে বাড়বে শীতের রেশ। অন্যান্য জেলাগুলিতেও ক্রমশ বাড়বে ঠান্ডার আমেজ। তবে আগামী তিনদিনে উত্তরবঙ্গের তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। ইতিমধ্যেই দার্জিলিঙে পারদ পৌঁছতে পারে ৬ ডিগ্রি সেলসিয়াসে। থাকবে কুয়াশার দাপট।

Leave a Comment