দক্ষিণবঙ্গে আরও বাড়বে শীত! কতটা নামবে পারদ? আগামীকালের আবহাওয়া

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বরের মাঝে শীত প্রেমীদের দুঃখ দিলেও ডিসেম্বর পড়তেই রাজ্যে জাঁকিয়ে নামল শীত (Weather Update)। হু হু করে কমছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আজ অর্থাৎ শনিবার মরশুমের শীতলতম দিন কলকাতায়। তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৪.৫ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি। জেলায় জেলায় ক্রমশ বাড়ছে শীতের কামড়। শুধু তাই নয় আগামী বেশ কয়েকদিন এমনই আবহাওয়া বিরাজ করতে চলেছে একাধিক জায়গায়।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে যে বঙ্গোপসাগরের উপর এই মুহূর্তে আর তেমন কোনও নিম্নচাপ অঞ্চল নেই। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা কেটে গিয়েছে। যার ফলে উত্তুরে হাওয়ার পথেও কেউ বাধা হয়ে দাঁড়াচ্ছে না। তাই এবার উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েক দিনে শীত আরও বাড়তে চলেছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিনে দক্ষিণবঙ্গে আরও অন্তত দু’ডিগ্রি কমতে পারে রাতের তাপমাত্রা। তবে উত্তরবঙ্গে আপাতত তাপমাত্রার কোনও হেরফের হবে না। সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী, আগামীকাল অর্থাৎ রবিবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শীতল এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এইমুহুর্তে হু হু করে বাংলায় ঢুকছে পশ্চিমের শীতল হাওয়া। তাই আগামী সাতদিন রাজ্যে ভালোই পারদ পতন হতে চলেছে। ৩-৪ ডিগ্রি কমতে পারে তাপমাত্রা। এদিকে দক্ষিণের অন্যান্য জেলাগুলির পাশাপাশি পুরুলিয়াতেও শীতের দাপট বাড়ছে। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। ভোরের দিকে দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে যেতে পারে। উপকূলের জেলাগুলিতে কুয়াশার সম্ভাবনা বেশি। এইমুহুর্তে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

আরও পড়ুন: মাধ্যমিক পরীক্ষার আগে বড় সিদ্ধান্ত পর্ষদের, পড়ুয়া পিছু দিতে হবে ৫০০০ টাকা ফাইন!

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

আগামীকাল অর্থাৎ রবিবার, উত্তরের জেলাগুলিতেও প্রবল শীতের প্রভাব দেখা যাবে। ‌দার্জিলিং ও কালিম্পং–এর মতো পার্বত্য এলাকাতে শীতের কামড় চওড়া হবে। সব মিলিয়ে হাড় কাঁপানো শীতের প্রভাব থাকবে উত্তরে। সকালে বহু এলাকায় ঘন কুয়াশা দেখা যাবে। তবে আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস থাকছে না। দার্জিলিংয়ের তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। ভোরের দিকে দু-এক জায়গায় কুয়াশার সম্ভাবনা। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে কুয়াশার সম্ভাবনা বেশি।

Leave a Comment