প্রীতি পোদ্দার, কলকাতা: ঘূর্ণাবর্তের জেরে নভেম্বরে যে হারে শীতের (Weather Update) আমেজ বেপাত্তা হয়ে গিয়েছিল, ডিসেম্বর পড়তেই সেই শীত যেন ফের চাঙ্গা হয়েছে রাজ্য জুড়ে। বেশকিছু জেলায় কাঁপুনি ধরানো শৈত্যপ্রবাহ ঘিরে ধরতে চলেছে একাধিক জেলায়। ইতিমধ্যেই গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মরসুমের সবচেয়ে ঠান্ডা দিন কাটিয়েছে কলকাতাবাসী। শহরের পারদ নাকি একধাক্কায় নেমে গিয়েছিল ১৫.৬ ডিগ্রিতে। অন্যদিকে বীরভূমেও পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসে, যা এ মরসুমে রেকর্ড। আশঙ্কা করা হচ্ছে আগামী কয়েকদিনে এমনই তাপমাত্রা বজায় থাকতে চলেছে।
এইমুহুর্তে পূর্ব বাংলাদেশ ও সংলগ্ন অসম ও মেঘালয়ের ওপর আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ পূর্ব আরবসাগর ও সংলগ্ন লাক্ষাদ্বীপ এলাকায় রয়েছে আরও একটি ঘূর্ণাবর্ত। তবে এর কোনো প্রভাব বাংলায় পড়ছে না, সেই কারণে অবাধে বইছে পশ্চিমের শীতল হাওয়া। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে আগামী সাতদিন শুষ্ক আবহাওয়া থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা আরও সামান্য কমবে। উইকেন্ডে তাপমাত্রা আরও ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ শনিবার দক্ষিণবঙ্গের সমগ্র জেলায় শীতল এবং শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। সকালে এবং রাতের দিকে কুয়াশার দাপট বাড়লেও, বেলা বাড়তেই রোদ ঝলমলে আবহাওয়া দেখা যাবে। তবে এইমুহুর্তে দক্ষিণবঙ্গে তাপমাত্রা অনেকটাই কমেছে। দিন এবং রাতের তাপমাত্রা এখনও স্বাভাবিকের নীচে রয়েছে। যাচ্ছে আরও সামান্য তাপমাত্রা কমতে পারে দু-এক জেলাতে। এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তবে বড়সড় তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা কম। কয়েক জেলায় শৈত্য প্রবাহের সতর্কতা অবধি জারি হয়েছে।
আরও পড়ুন: এবার হাওড়া থেকেও ছুটবে AC লোকাল ট্রেন, কোন রুটে? জানালেন পূর্ব রেলের আধিকারিক
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতো আগামীকাল অর্থাৎ শনিবার উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, সকালে হালকা কুয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ থাকবে বলেই জানা গিয়েছে। তবে স্বাভাবিকের কাছেই থাকবে তাপমাত্রা। তাপমাত্রার বড়সড় কোনও পরিবর্তন নেই। অর্থাৎ সকালেও রাতে শীতের আমেজ থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কমবে। দার্জিলিংয়ে এইমুহুর্তে ৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে তাপমাত্রা এবং মালদায় ১৬ ডিগ্রির ঘরে থাকবে পারদ। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
That was a solid analysis! Seeing platforms like jl33 game really elevate the PH esports scene – easy deposits via GCash are a game changer for quick bets! 🔥