প্রীতি পোদ্দার, কলকাতা: নভেম্বরের শেষে ফের তাপমাত্রা কমতে শুরু করেছে রাজ্য জুড়ে। কিছুদিন আগে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে দক্ষিণ বঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গে শীতের (Weather Update) দাপট প্রায় কমে গিয়েছিল। অন্যদিকে সকাল এবং সন্ধ্যায় বেড়েছিল কুয়াশার দাপট, জার্জের খানিকটা মন খারাপ হয় গিয়েছিল শীতপ্রেমীদের। তবে ফের অগ্রায়নের দ্বিতীয় সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও শীতের প্রভাব দেখা যাচ্ছে।
আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। এছাড়াও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং শ্রীলঙ্কা উপকূলে তৈরি হয়েছে আরও একটি নিম্নচাপ। আর সেই নিম্নচাপও এবার শক্তিশালী হওয়ার আশঙ্কা থাকছে। তবে এই দুটির প্রভাব এখনই বাংলায় পড়বে না। ইতিমধ্যেই আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টির চরম সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টি হবে তামিলনাড়ু পুদুচেরি এবং করাইকালে। চলুন এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। শুষ্ক হাওয়ায় হালকা শীতের আমেজ বজায় থাকবে। প্রায় প্রতিদিনই ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠানামা করতে পারে। রাতে এবং খুব সকালে হালকা শীতের আমেজ থাকলেও দিনের বেলায় তা উধাও হবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এই কয়েক দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে। শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে আগামী দুই-তিন দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। সকালের দিকে কুয়াশার প্রভাব থাকবে।
আরও পড়ুন: SSC-র সব মামলা এবার হাইকোর্টে! বড় নির্দেশ সুপ্রিম কোর্টের
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও শীতের কামড় বজায় থাকবে। হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে উত্তরের অন্যান্য জেলাতেও পারদের পতন লক্ষ্য করা গিয়েছে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। তাই শুষ্ক আবহাওয়া বজায় থাকতে চলেছে। পাশাপাশি সকালে বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় কুয়াশার সম্ভাবনাও থাকছে। কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে বলে জানা গিয়েছে।