প্রীতি পোদ্দার, কলকাতা: দিন যত এগোচ্ছে রাজ্যের তাপমাত্রা যেন দিনের পর দিন আরও কমছে। নভেম্বরে যেখানে হালকা শীতের (Weather Update) আমেজ পাওয়া গিয়েছিল ডিসেম্বরে সেই আমেজ যেন আরও প্রকট হচ্ছে। তার সঙ্গে আবার পাল্লা দিয়ে বাড়ছে কুয়াশা। যার জেরে কমে আসছে দৃশ্যমানতাও। তবে এইমুহুর্তে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রাজ্যের সর্বত্র আপাতত শুকনো আবহাওয়া বজায় থাকবে। আগামী কয়েকদিন উত্তুরে হাওয়ার প্রভাবে রাতের তাপমাত্রায় বেশ পতন ঘটতে পারে।
সাধারণত ডিসেম্বরেও রাজ্যে একটু দেরিতে ঠান্ডা পরে, কিন্তু এবার ডিসেম্বর পড়তে না পড়তেই যেন ঠান্ডার দাপট উপভোগ শুরু করে দিয়েছে শীতপ্রেমীরা। রাজ্যজুড়ে যে শীতের আমেজ চলছে, আগামী দিন দশেক তা মোটামুটি একইরকম থাকবে বলে আশা করা হচ্ছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। এমতাবস্থায় কলকাতা ও লাগোয়া এলাকায় এইসময় শীত ভরপুর থাকবে বলে মনে করা হচ্ছে। আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন যে, গোটা রাজ্যে এইমুহুর্তে সর্বনিম্ন তাপমাত্রা কিছুদিন খুব বেশি ওঠা-নামা করবে না। আকাশ পরিষ্কার থাকবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক এবং শীতল আবহাওয়া বিরাজ করবে। যেহেতু এইমুহুর্তে বঙ্গোপসাগরের কোথাও কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই। তাই বাড়বে পশ্চিমী শীতল হাওয়ার দাপট। তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি কমবে। বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এই আট জেলায় শীতের প্রভাব বাড়বে আগামী কয়েকদিনে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট। কলকাতা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং পশ্চিমী জেলাগুলোতেও কম-বেশি কুয়াশার প্রভাব থাকবে।
আরও পড়ুন: আমন্ত্রণ পেয়েও যাননি পাঁচ লক্ষের গীতা পাঠের আসরে! এবার কারণ ব্যাখ্যা করলেন মমতা
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের আবহাওয়া বেশ শীতল এবং শুষ্ক থাকবে আগামী বেশ কয়েকদিন। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় খানিক কম থাকবে। খুব বেশি পরির্বতনের সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা সব জেলাতেই ভরপুর শীতের আমেজ থাকবে। তার সঙ্গে কুয়াশার দাপটও বজায় থাকবে।