সহেলি মিত্র, কলকাতা: শীত বিদায়ের ঘন্টা বেজে গেল দক্ষিণবঙ্গ (South Bengal Winter) থেকে? কার্যত হাওয়া অফিসের একটি পূর্বাভাস সকলের মন খারাপ দেওয়ার জন্য যথেষ্ট। আপাতত বাংলায় উত্তরে হাওয়ার দাপট থাকলেও সরস্বতী পূজার পর থেকে বাংলা তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে বলে খবর। আগামী রবিবার অবধি বাংলায় শীতের পরিস্থিতি থাকবে, তারপরেই বাংলার দিন ও রাতের পারদ ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করবে।
বাংলা থেকে বিদায় নিচ্ছে শীত?
জানা গিয়েছে, সপ্তাহান্তে দক্ষিণবঙ্গের আবহাওয়া মনোরম থাকবে। শনি ও রবিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মূলত রৌদ্রজ্জ্বল শুষ্ক ও বৃষ্টিহীন থাকবে। কনকনে শীতের আমেজ অনুভব হবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে ১৯ জানুয়ারি সোমবার থেকে বাংলার তাপমাত্রা অনেকটাই বাড়বে। এরপর ফেব্রুয়ারি মাসের প্রথম দিনেও শীতের অনুভূতি অনেকটাই কম থাকবে বলে খবর।
আরও পড়ুনঃ এই ৪ কারণে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের সামনে মুখ থুবড়ে পড়ল ভারত
আজকের আবহাওয়া
হাওয়া অফিস জানিয়েছে, রবিবার অবধি দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গের জেলাগুলির পারদ আরও বেশ খানিকটা কমতে পারে। আজকের আবহাওয়া সম্পর্কে বললে, আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এছাড়া বাকি জেলাগুলির পারদ ১০ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। আরও জানা গিয়েছে, আজ থেকে আগামী তিন দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে।
আরও পড়ুনঃ মহার্ঘ ভাতা বেড়ে হতে পারে ৭৪%! সরকারি কর্মীদের জন্য ৮ পে কমিশন নিয়ে বড় আপডেট
জানা গিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। বৃহস্পতিবার নতুন করে আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা আসার সম্ভাবনা রয়েছে। যদিও আজ বিকেল থেকেই রাজ্যে শুরু হয়ে যাবে উত্তুরে হাওয়ার দাপট। তার জেরে আগামী দু’দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে এখনই ঠান্ডা কমার সম্ভাবনা নেই।