প্রীতি পোদ্দার, কলকাতা: বিগত কয়েকদিন ধরেই সকাল থেকে দিনরাত হয়েই চলেছে বৃষ্টি। কোথাও হালকা, কোথাও আবার অল্প সময়ের জন্য ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। ফলে বর্ষার চেনা ছবিটা এখনই পাল্টাচ্ছে না। বাড়ছে অস্বস্তিকর আবহাওয়া। তবে সপ্তাহের মাঝামাঝি এসে বৃষ্টি নিয়ে কিছুটা স্বস্তির খবর শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আজকে প্রতিবেদনের মাধ্যমে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক বিস্তারিত।
আবহাওয়ার শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে, বাংলার উপর এখনও সক্রিয় মৌসুমী অক্ষরেখা। তার ওপর দোসর হয়েছে নিম্নচাপ। জানা হয়েছে দক্ষিণ-পূর্ব গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশ অবস্থান করছে গভীর নিম্নচাপ। যার অভিমুখ রয়েছে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে। যদিও আবহাওয়া দফতর আগেই জানিয়ে ছিল, বুধবার এই নিম্নচাপের প্রভাব কমবে। কারণ ধীরে ধীরে এ নিম্নচাপ ঝাড়খণ্ডের দিকে সরে যাচ্ছে। এক নজরে দেখে নেওয়া যাক আগামীকালের আবহাওয়ার আপডেট।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ পরগনা, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং এক বা দুটি জায়গায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে। তবে আগামীকাল থেকে বৃষ্টির পরিমাণ কমবে।
আরও পড়ুন: ‘ছাব্বিশে বাংলা, তারপর দিল্লিতে ইন্ডিয়া জোটের সরকার’, মোদীকে হুঁশিয়ারি মমতার
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
উত্তরবঙ্গে এইমুহুর্তে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। রবিবার অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে। আগামী সোমবার পর্যন্ত এই জেলাগুলিতে বৃষ্টি চলবে।