দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টিম ইন্ডিয়ার হারের মূল কারণ এই ৫ প্লেয়ার!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিরিজের প্রথম ম্যাচ জিতলেও দ্বিতীয় আসরে (India Vs South Africa) ভারতকে জোরালো ধাক্কা দিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথমে ব্যাট করতে নেমে 51 রানের বিরাট ব্যবধানে টিম ইন্ডিয়ার সামনে নিজেদের জয়রথ ছুটিয়েছে তারা। অন্যদিকে, প্রথম থেকেই ব্যাট বল উভয় ক্ষেত্রেই ব্যর্থ হয়ে নাক কাটিয়েছে সূর্যকুমার যাদবের দল। যে দলটা প্রথম দিন দক্ষিণ আফ্রিকার সাথে একেবারে ছেলে খেলা করে জিতল, পরের ম্যাচেই যে তারা এভাবে ডাহা ফেল করবে সে কথা ভাবতে পারেননি কেউই। তবে গৌতম গম্ভীরের দলের এমন দুর্দশার নেপথ্যে রয়েছে বেশ কয়েকজন প্লেয়ার। যাঁদের চরম অসফলতাই দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে জয়ের মুখ দেখিয়েছে।

ভারতের হারের নেপথ্যে মূল কালপ্রিট এরাই!

বৃহস্পতিবার, টস ভাগ্য নিজেদের দিকে ঘুরিয়ে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল ভারত। সেই সূত্রেই বড় লক্ষ্য বাঁধার স্বপ্ন বুকে নিয়ে মাঠে নেমেছিলেন প্রোটিয়ারা। যেমন ভাবা তেমন কাজ। প্রতিপক্ষের ইনিংস শুরু হতেই একেবারে ফিকে হয়ে এসেছিল ভারতের বোলিং। প্রথমদিকে বরুণ চক্রবর্তীর হাত ধরে দুটো উইকেট উঠলেও ভারতীয় বোলারদের বোকা বানিয়ে 90 রানের বিরাট ইনিংস খেলেন অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা কুইন্টন ডি কক।

KKR থেকে বিতাড়িত এই প্লেয়ারের দুর্ধর্ষ ইনিংসের কারণেই এদিন বিপদে পড়েছিল ভারত। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, গতকাল বল হাতে টানা 4 ওভার নষ্ট করে 54 রান দিয়েছিলেন অর্শদীপ সিং। বিনিময়ে তুলতে পারেননি একটি উইকেটও। আসলে, ভারতের এই বোলারকে বাগে নিয়ে সবচেয়ে বেশি পিটিয়েছে প্রোটিয়া ব্যাটসম্যানরা। একইভাবে 4 ওভারের কোটায় বল করে 45 রান খরচ করলেও এদিন উইকেট তুলতে পারেননি ভারতীয় বোলিং বিভাগের স্তম্ভ জসপ্রীত বুমরাহও। ক্রিকেট মহলের একাংশের দাবি, এই দুই বোলারের কারণেই রানের পাহাড় গড়তে পেরেছে দক্ষিণ আফ্রিকা। কেননা, ভারতের এই দুই পরিচিত মুখই দক্ষিণ আফ্রিকাকে 99 রানের ব্যবস্থা করে দিয়েছিলেন।

অবশ্যই পড়ুন: ১ বছরে ২ লাখ হয়েছে প্রায় ১৮ লাখ, রকেটের গতিতে রিটার্ন দিয়েছে ৫ টাকার এই স্টক

বোলিংয়ের পাশাপাশি এদিন ব্যাট হাতেও চরম ব্যর্থতা দেখেছিল ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার 214 রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথমেই শূন্যতে আউট হয়ে মাঠ ছাড়েন সহ অধিনায়ক শুভমন গিল। গত ম্যাচের মতোই এদিনও ব্যাট হাতে নিয়ে ব্যর্থতার গণ্ডিতেই সীমাবদ্ধ ছিলেন অধিনায়ক সূর্যকুমার। একই অবস্থা হয় টি-টোয়েন্টির দাপুটে ব্যাটার হিসেবে পরিচিত অভিষেক শর্মারও। তিনি 17 রানের বেশি তুলতে পারেননি। মনে করা হচ্ছে, এই 5 প্লেয়ারের চরম ব্যর্থতার কারণে দক্ষিণ আফ্রিকার কাছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাথা নোয়াতে হল ভারতকে।

Leave a Comment