বিক্রম ব্যানার্জী, কলকাতা: অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ শেষ করে লাল বলের ক্রিকেটে ফিরেছে ভারত। ইডেনে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের ম্যাচে জান লড়িয়ে দিচ্ছে টিম ইন্ডিয়া। আর ঠিক সেই আবহেই উঠে আসছে বড় খবর। শোনা যাচ্ছে, ভারতীয় দলের তারকা স্পিনার কুলদীপ যাদব নাকি ইতিমধ্যেই প্রধান কোচ গৌতম গম্ভীরের কাছে ছুটির আবেদন জানিয়েছেন। কিন্তু কেন? হঠাৎ দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝে কী এমন প্রয়োজনীয় কাজ পড়ে গেল ভারতীয় তারকার? বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে (Kuldeep Yadav Wedding) বসতে চলেছেন কুলদীপ। আর সেই কারণেই জাতীয় দল থেকে কিছুদিনের ছুটি চেয়ে নিয়েছেন এই তারকা বোলার।
কাকে বিয়ে করতে চললেন কুলদীপ?
যাঁরা ক্রিকেট মহলের হাল হাকিকত সম্পর্কে জানেন, তাঁরা এটাও জানবেন গত জুনে হবু স্ত্রী বনশিকার সাথে ধুমধাম করে বাগদান পর্ব সেরেছেন ভারতীয় ক্রিকেটার। শোনা যাচ্ছে, সেই পর্ব মেটার পর এবার সাত পাকে বাঁধা পড়ার পালা। বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, খুব শীঘ্রই নিজের হবু স্ত্রীকে পাকাপাকিভাবে ঘরণী বানাতে চলেছেন ভারতের স্পিনস্টার। কিন্তু কবে? আপাতত সেই তারিখ প্রকাশ্যে না এলেও ভারতীয় দল থেকে কুলদীপের ছুটি চাওয়ার বিষয়টি জল্পনায় নতুন মাত্রা জুগিয়েছে।
বলাই বাহুল্য, গত জুনের 4 তারিখ উত্তরপ্রদেশের লখনউতেই ব্যক্তিগত বন্ধু এবং সতীর্থদের নিয়ে নিজের বাগদান সারেন কুলদীপ। না বললেই নয়, এদিন ভারতীয় তারকার বাগদান অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। ভারতের তারকা ফিনিশার রিঙ্কু সিংয়ের হবু স্ত্রী তথা সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ থেকে শুরু করে ক্রিকেট মহলের কয়েকজন ছিলেন কুলদীপের বাগদান অনুষ্ঠানে। কিন্তু যাঁকে বিয়ে করতে চলেছেন সেই বনশিকাকে চেনেন কজন?
কুলদীপের হবু স্ত্রীর পরিচয়
অনেকেই হয়তো জানেন না, বনশিকা আসলে ভারতীয় তারকা কুলদীপ যাদবের ছোটবেলার বন্ধু। জানা যায়, তিনি লখনউয়ের শ্যামনগরের বাসিন্দা। ভারতীয় স্পিনস্টারের হবু স্ত্রী একজন চাকুরীজীবী। খোঁজ নিয়ে জানা গেল, লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা LIC তে কাজ করেন বনশিকা। একাধিক রিপোর্ট অনুযায়ী, ছোটবেলার বন্ধুত্বের সম্পর্ক ধীরে ধীরে প্রেমে পরিণত হয়েছিল কুলদীপ-বনশিকার। ছেলেবেলা থেকেই দুজনের পরিবারের সদস্যরা একে অপরকে চিনতেন। বেশ ভাল সম্পর্কও রয়েছে দুই পরিবারের। যা ভারতীয় তারকা এবং তার হবু স্ত্রী এর সম্পর্ককে এগিয়ে যেতে সাহায্য করেছে।
অবশ্যই পড়ুন: আউট না হয়েও মাঠ ছাড়তে হল শুভমনকে! কী হয়েছে অধিনায়ক গিলের?
কবে বিয়ের পিঁড়িতে বসছেন কুলদীপ?
ভারতীয় ক্রিকেট মহলে বহুদিন ধরেই টিম ইন্ডিয়ার বাঁহাতি স্পিনার কুলদীপ যাদবের বিয়ের জল্পনা চলছে। বাগদানের পর শেষমেষ আনুষ্ঠানিকভাবে কবে বনশিকাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবেন কুলদীপ, তা জানার জন্য একেবারে উদগ্রীব হয়ে রয়েছেন ভক্তরা। এমতাবস্থায়, ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, “দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজের মাঝেই নভেম্বরের শেষ সপ্তাহে বিয়ের জন্য ছুটি চেয়ে নিয়েছেন কুলদীপ! যদিও সেই ছুটির প্রয়োজনীয়তা খতিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট।” এ থেকে বোঝাই যাচ্ছে, সব ঠিক থাকলে চলতি মাসেই সাত পাকে বাঁধা পড়তে পারেন ভারতীয় দলের তারকা স্পিনার।