দক্ষিণ কোরিয়াকে উড়িয়ে চতুর্থবার হকি এশিয়া কাপে জয় ভারতের, নিশ্চিত হল বিশ্বকাপও

India Wins Hockey Asia Cup for the fourth time by beating South Korea

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামীকাল থেকে শুরু হচ্ছে ক্রিকেটের এশিয়া কাপ। আর তার আগেই হকি এশিয়া কাপে জয়জয়কার ভারতের (India Wins Hockey Asia Cup)। ফাইনালের মঞ্চে প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়াকে 4-1 গোলে নাকানি চোবানি খাইয়ে চতুর্থবারের মতো এশিয়া কাপ কাঁধে তুলল হরমনপ্রীত সিংদের ভারত। যার জেরে, এবার হকি বিশ্বকাপের মঞ্চে জায়গা পাকা হল ভারতীয় হকি দলের।

একতরফা দাপট দেখিয়ে জয় নিশ্চিত করে ভারতীয় হকি দল

রবিবার বিহারের রাজগীরে দাপুটে মেজাজ নিয়েই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ফাইনালের যাত্রা শুরু করেছিল ভারতীয় দল। ম্যাচ শুরু হতেই, গোটা স্টেডিয়াম ভরে যায় স্বদেশী সমর্থকদের গলা ফাটানো স্লোগানে। তাতেই আত্মবিশ্বাস একেবারে চাগার দিয়ে উঠেছিল দিলপ্রীত সিংদের। আর সেটাকে গোলে রূপান্তরিত করতে বেশি সময় নেয়নি ভারতের ছেলেরা। এদিন ম্যাচ শুরুর 34 সেকেন্ডের মধ্যে গোল পেয়ে যান সুখজিত সিং।

গতকাল ম্যাচ দেখে বোঝাই যাচ্ছিল, প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। তবে, রবিবার গোটা ম্যাচের নিয়ন্ত্রণ একেবারে শক্ত হাতে ধরে রেখেছিল ভারত। প্রতিপক্ষ আক্রমণ করলেও তা বারবার রুখে দিয়েছে স্বদেশীরা। এরপর দ্বিতীয় কোয়ার্টারের শেষের দিকে লং বল নামিয়ে গোল করে বসেন দিলপ্রীত সিং। প্রথমার্ধেই প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে 2-0 বলে এগিয়ে থাকে হরমনপ্রীতরা।

দ্বিতীয়ার্ধ শুরু হতেই ভারতের জোড়া গোল শোধ দেওয়ার আপ্রাণ চেষ্টা করে দক্ষিণ কোরিয়া। পরিশ্রমের ফল হিসেবে পেনাল্টি কর্নারও পেয়ে যায় বিদেশীরা। কিন্তু তাতে লাভের লাভ হয়নি। তৃতীয় কোয়ার্টারের একেবারে শেষ লগ্নে পৌঁছে গোটা ম্যাচের রাস একেবারে নিজের হাতে নিয়ে নেয় ভারতের ছেলেরা। শেষ পর্যন্ত 50 মিনিটে পৌঁছে পেনাল্টি থেকে গোল আসায় 4-0 ব্যবধান তৈরি করে ভারতীয় দল। এদিকে প্রতিপক্ষের কাছে ধাক্কা একেবারে সহ্য করতে পারছিল না দক্ষিণ কোরিয়া। চেষ্টা ছিল গোল করে মান বাঁচানোর। শেষ পর্যন্ত ভারতের বিরুদ্ধে শত চেষ্টা করে 1 টা গোল শোধ দিতে পেরেছিল ভিনদেশের খেলোয়াড়রা। এরপর আর তাদের মাথা তুলতে দেয়নি ভারত।

অবশ্যই পড়ুন: ‘মোদির কাছে শেখা উচিৎ নেতানিয়াহুর!’ ইজরায়েলি মিডিয়ায় ভারতের গুণগান

উল্লেখ্য, শুধু ফাইনাল নয় গোটা টুর্নামেন্টে অপরাজিত ভারত। গ্রুপ পর্বে, চিন, কাজাখস্থানের মতো দলকে পরাস্ত করে নিজেদের ঘুঁটি শক্ত করেছিল ভারতের ছেলেরা। যদিও সুপার ফোরে দক্ষিণ কোরিয়ার কাছে 2-2 বলে আটকে যেতে হয়েছিল ঠিকই, তবে শেষ পর্যন্ত ফাইনালের মঞ্চে হারের বদলা একেবারে ইঞ্চিতে ইঞ্চিতে তুলে নিল জাতীয় দলের ছেলেরা।

Leave a Comment