বিক্রম ব্যানার্জী, কলকাতা: অতীত ব্যর্থতা মুছে ফেলতে চায় কলকাতা নাইট রাইডার্স। IPL 2024 সিজনে যে কলকাতাকে চ্যাম্পিয়ন হতে দেখেছিলেন ভক্তরা, ফের সেই KKR গড়ার স্বপ্ন দেখছে শাহরুখ খানের ম্যানেজমেন্ট (KKR IPL 2026 Auction)। সেই লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়ে ফেলেছেন নাইট কর্তারা।
প্রধান কোচ থেকে শুরু করে সহকরি কোচ এমনকি বোলিং
কোচের পদেও এসেছে নতুন মুখ। এখন শুধু দক্ষ প্লেয়ার দিয়ে দল গোছালেই পুরোপুরি নতুন সিজনের জন্য তৈরি হয়ে যাবে KKR। তবে এই মুহূর্তে উইকেটকিপারের পাশাপাশি অজিঙ্কা রাহানের সঙ্গী হিসেবে একজন দক্ষ ওপেনারকেও খুঁজছে নাইট ম্যানেজমেন্ট। সূত্র বলছে, নিলাম টেবিলে 4 ওপেনারের উপর নজর থাকবে KKR ফ্রাঞ্চাইজির।
KKR এর টার্গেটে এই 4 ওপেনার
একটা সময় ছিল যখন কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেনিং করতেন ফিল সল্ট। 2024 সিজনে দাপিয়ে খেলে 400 র বেশি রান তুলেছিলেন সল্ট। সেই প্লেয়ারকেই IPL 2025 এর আগে ছেড়ে দেয় কলকাতা। আর সেই সিদ্ধান্ত যে একেবারেই ঠিক হয়নি তা হারে হারে টের পাচ্ছে KKR ম্যানেজমেন্ট। তাই রাহানের সঙ্গী হিসেবে একজন দক্ষ ওপেনার খুঁজে রাখাই লক্ষ্য শাহরুখের দলের। শোনা যাচ্ছে , এবার কলকাতার সম্ভাব্য ওপেনার হওয়ার তালিকায় রয়েছেন বেশ কয়েকটি পরিচিত মুখ।
অবশ্যই পড়ুন: India Hood Decode: যোগীর UP বনাম মমতার বাংলা, কোন রাজ্য এগিয়ে?
একাধিক রিপোর্ট অনুযায়ী, আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ওপেনার হিসেবে চেন্নাই সুপার কিংস থেকে বাদ পড়া নিউজিল্যান্ড তারকা ডেভন কনওয়েকে কেনার চেষ্টা করতে পারে কলকাতা নাইট রাইডার্স। 2025 সিজনে হলুদ ব্রিগেডের হয়ে ওপেনিং করে মাত্র চার ম্যাচে 94 রান করেছিলেন এই কিউই স্টার। এরপরই কলকাতার সম্ভাব্য ওপেনার হিসেবে নাম আসে ইংলিশ ক্রিকেটার টম ব্যান্টনের। 193টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে 4,700 রান করেছেন এই ক্রিকেটার। মূলত স্পিন বলের বিরুদ্ধে দুর্দান্ত খেলেন এই প্লেয়ার। কাজেই তাঁর উপরেও নজর থাকতে পারে কলকাতার।
এই দুই বিদেশি ক্রিকেটার ছাড়াও নিলাম চলাকালীন ওপেনার হিসেবে দুই ভারতীয়কেও টার্গেট করতে পারে KKR। সূত্রের দাবি, চেন্নাই সুপার কিংস থেকে বাদ পড়া রাচীন রবীন্দ্রকে নাইট শিবিরে জায়গা দিতে পারে শাহরুখের ফ্রাঞ্চাইজি। এছাড়াও পাওয়ার প্লে তে রান তুলতে ওপেনার হিসেবে ভারতীয় ক্রিকেটার তথা জাতীয় দলে দীর্ঘদিন উপেক্ষিত পৃথ্বি শ-কেও নজরে রাখতে পারে KKR। এই প্লেয়ারকে অল্প দামে কেনার সুযোগ থাকবে শহরের IPL দলটির।