দরকারে নিজে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করবেন উকিল মমতা! বড় ঘোষণা

Mamata Banerjee On SIR she wants to plead at Supreme Court

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে SIR প্রক্রিয়া নিয়ে সাধারণ মানুষকে অযথা হয়রান হতে হচ্ছে। এমন অভিযোগ তুলে আগেই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee On SIR)। এবার বললেন আইনি পথে লড়াইয়ের কথা। সোমবার, গঙ্গাসাগর সেতুর শিলানাসের পরই সাধারণ মানুষের হেনস্থা নিয়ে সরব হয়ে মুখ্যমন্ত্রী একেবারে খোলাখুলি জানালেন, “আমরাও আইনের সাহায্য নিচ্ছি। প্রয়োজন পড়লে নিজে গিয়ে সাধারণ মানুষের হয়ে প্লিড করব।” এদিন কথায় কথায় মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন তিনিও একজন আইনজীবী। তবে আদালত খুললে উকিল হিসেবে নয় বরং সাধারণ নাগরিক হিসেবে জনসাধারণের জন্য সওয়াল করবেন।

SIR নিয়ে আদালতে যাচ্ছে তৃণমূল?

রাজ্যে ভোটার তালিকার নিবিড় সংশোধনী বা SIR প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই সাধারণ মানুষের জন্য গলা ফাটিয়ে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। SIR শুরুর পরেও সাধারণ মানুষের হয়রানি এবং আতঙ্কের কারণে একের পর এক মৃত্যু নিয়ে বারবার নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন মমতা। এবার তিনিই SIR এর প্রথম পর্ব থেকে শুনানি অর্থাৎ গোটা প্রক্রিয়ায় সাধারণ মানুষের নাকাল অবস্থা নিয়ে মুখ খুললেন।

অবশ্যই পড়ুন: ভারতে খেলতে আসবেন না লিটনরা! তাও ইডেনে চলছে বাংলাদেশ ম্যাচের টিকিট বিক্রি

সোমবার গঙ্গাসাগরে দাঁড়িয়ে বক্তব্য রাখার সময় মমতা বললেন, “SIR এ হিয়ারিংয়ের নামে সাধারণ মানুষকে হেনস্থা করা হচ্ছে। আগেই 54 লাখের নাম বাদ দেওয়া হয়েছে। প্রত্যেকেরই অধিকার ছিল 7 নম্বর, 8 নম্বর ফর্ম ফিলাপ করার।” এদিন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ভোটারদের নাম বাদ দেওয়ার অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী। সেই সাথে নিশানা করেন কেন্দ্রের বিজেপি সরকারকে। তোপ দাগেন নির্বাচন কমিশনকেও। মুখ্যমন্ত্রী বলেন, “হোয়াটসঅ্যাপে কমিশন চলছে। হোয়াটসঅ্যাপ কিনেছে কিনা কে জানে? মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সেটা যদি সত্যিই হয়, আপনারাও ভ্যানিশ হয়ে যাবেন।”

অবশ্যই পড়ুন: দরকারে নিজে সুপ্রিম কোর্টে গিয়ে মানুষের হয়ে সওয়াল করবে উকিল মমতা! বড় ঘোষণা

এদিন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা যায়, “আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে। আমরাও আদালতে যাব। এত মানুষের মৃত্যু, মানুষকে যেভাবে হেনস্থা করছে তার বিরুদ্ধে আদালতে যেতেই হবে। প্রয়োজন হলে সাধারণ মানুষের জন্য নিজে গিয়ে আদালতে সওয়াল করবেন বলেও জানান মুখ্যমন্ত্রী। এদিন কথায় কথায় নিজেও একজন আইনজীবী তা মনে করিয়ে দেন মমতা। তবে আদালতে আইনজীবী হিসেবে নয় বরং একজন সাধারণ মানুষ হিসেবে প্লিড করতে চান তিনি!

Leave a Comment