দলে থাকতে হলে… রোহিত, বিরাটকে বার্তা BCCI-র! উত্তর দিলেন শর্মাও

BCCI On Rohit Virat roko will have to play Domestic Cricket

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক মঞ্চে টেস্ট এবং টি-টোয়েন্টিকে বিদায় জানিয়েছেন দুজনেই। রয়েছেন শুধুমাত্র একদিনের ক্রিকেটেই। এবার সেখানে টিকে থাকতে রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে শর্ত বেঁধে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI On Rohit Virat)। BCCI এর নাকি সাফ বার্তা, “ভারতীয় দলের হয়ে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে অংশগ্রহণ করা বাধ্যতামূলক।” রো-কো জুটি যেন ঘরোয়া ক্রিকেটেও মননিবেশ করে। পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন হিটম্যানও।

ভারতীয় দলে টিকে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে রোহিত, কোহলিকে

শেষবারের মতো অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অন্তিম ওয়ানডেতে ক্ষমতা দেখিয়ে এসেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ক্রিজে টিকে থেকে ভারতকে একতরফা জয় উপহার দিয়েই দুই মহাতারকা প্রমাণ করেছেন কেন তাঁদের নামের আগে মহাতারকা বিশেষণটি বসানো উচিত! তবে সেই সফল ইনিংসের পরও রোহিত এবং কোহলি 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কিনা তা নিয়ে যথেষ্ট সংশয়ের মধ্যে ছিলেন ভারতীয় ক্রিকেট ভক্তরা। আর সেই আবহে দুই সুপারস্টারকে বড় বার্তা বোর্ডের।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানিয়েছেন, “ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আমাদের টিম ম্যানেজমেন্ট ইতিমধ্যেই রোহিত এবং কোহলিকে জানিয়ে দিয়েছে, তাঁরা যদি ভারতের হয়ে খেলতে চান তবে ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে নেমে পড়তে হবে। এই মুহূর্তে তাঁরা দুজন শুধুমাত্র ওয়ানডেতেই রয়েছেন। তাই ফিটনেসের জন্য ঘরোয়া ক্রিকেট খেলাটা জরুরী।”

ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে মুখ খুলেছেন রোহিত

বেশ কয়েকটি সূত্রের দাবি, ঘরোয়া ক্রিকেট খেলা নিয়ে অনেক আগে থেকেই ভাবনা চিন্তা করছিলেন রোহিত শর্মা। ইতিমধ্যেই নাকি তিনি মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনকে খোলাখুলি জানিয়ে দিয়েছেন, তাঁর ঘরোয়া ক্রিকেটে খেলতে কোনও সমস্যা নেই। এও শোনা যাচ্ছে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও খেলতে রাজি হিটম্যান। এক কথায়, জাতীয় দলে টিকে থাকতে স্থানীয় ক্রিকেট খেলায় না নেই রোহিতের। কিন্তু কোন পথে যাবেন বিরাট? বোর্ডের নির্দেশ মেনে বিরাট কোহলি ঘরোয়া ক্রিকেট খেলবেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত কোনও উত্তর মেলেনি। তবে মনে করা হচ্ছে, সতীর্থ রোহিতের পথে হাঁটতে পারেন তিনিও।

অবশ্যই পড়ুন: কাটছে না জেলের অন্ধকারময় স্মৃতি! বাড়িতে চেয়ারে বসেই নির্ঘুম রাত কাটালেন পার্থ

উল্লেখ্য, এর আগে বেশ কয়েকবার নরমে গরমে ভারতীয় দলের প্রধান নির্বাচক অজিত আগরকর বুঝিয়ে দিয়েছিলেন, যে সকল প্লেয়াররা আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর বিশ্রামে থাকবেন অর্থাৎ ফাঁকা থাকবেন তাদেরকে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। একাধিক সূত্রের দাবি, রোহিত এবং বিরাটকে ঘরোয়া ক্রিকেটে খেলানো নিয়ে জোর আলোচনা চলছিল বোর্ডের অন্দরে। এবার সেই মতোই প্রকাশ্যে এলো সিদ্ধান্ত।

Leave a Comment