প্রীতি পোদ্দার, পাটনা: অবশেষে জল্পনার অবসান। শেষ পর্যন্ত নীতীশ কুমারের উপরই ভরসা রাখছে এনডিএ। দশম বারের মত এবারও বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ গ্রহণ করলেন নীতীশ কুমার (Nitish Kumar Takes Oath)। পূর্ব ঘোষণা অনুযায়ী আজ অর্থাৎ বৃহস্পতিবার পাটনার গান্ধী ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতে শপথ নিলেন নীতীশ। তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল আরিফ মহম্মদ খান। নীতীশ ছাড়াও মন্ত্রী হিসাবে শপথ নেন ২৫ জন বিধায়ক। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সহ আরও অনেকে।
শপথবাক্য পাঠ করলেন নীতিশ
২০২৫ এর বিধানসভা নির্বাচনের আগে নীতীশ কুমারের অসুস্থতা নিয়ে নানা খবর ছড়িয়েছিল। বার্ধক্যজনিত কারণে নীতীশ আর সক্রিয় রাজনীতিতে থাকবেন কি না, সেই প্রশ্নও বিহারের হাওয়ায় ভাসছিল। এমনকি এনডিএ-র অন্দরেও বিষয়টি নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। যদিও এ বারের নির্বাচনে এনডিএ নতুন কাউকে মুখ্যমন্ত্রীর পদপ্রার্থী হিসাবে প্রচার করেনি। তবে NDA বার বার দাবি করেছিল যে, নীতীশের নেতৃত্বে ভোটে লড়ছে তারা। অবশেষে সেই গুঞ্জনের সমাপ্তি ঘটল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পটনার গান্ধী ময়দানে নীতীশকে শপথবাক্য পাঠ করলেন নীতীশ কুমার। ২৫ বছরে দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা চন্দ্রবাবু নায়ডু, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ এনডিএ শাসিত সব রাজ্যের মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীরা।
উপমুখ্যমন্ত্রী পদে রয়েছেন বিজয় এবং সম্রাট
বৃহস্পতিবার নীতিশ কুমারের পাশাপাশি শপথগ্রহণ করেন আগের মন্ত্রিসভায় নীতীশের দুই ডেপুটি, বিজেপির বিজয় সিন্হা এবং সম্রাট চৌধরি। এ বারও এই দু’জনকেই উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে। এছাড়াও মন্ত্রী হিসাবে শপথ নেন জেডিইউ-র বিজয়কুমার চৌধরি, বিজেন্দ্রপ্রসাদ যাদব, শ্রোয়ান কুমার, অশোক চৌধরি, লেসি সিংহ, মদন সাহনি, সুনীল কুমার এবং মহম্মদ জামা খান। এবং বিজেপি বিধায়কদের মধ্যে শপথ মেন দিলীপ জয়সওয়াল, মঙ্গল পান্ডে, সঞ্জয় সিংহ টাইগার, রমা নিষাদ, অরুণশঙ্কর প্রসাদ, রামকৃপাল যাদব, নীতিন নবীন এবং সুরেন্দ্রপ্রসাদ মেহতা। এছাড়াও জিতনরামের দল হাম-এর তরফে মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সন্তোষ সুমন। জাকজমকপূর্ণ ভাবে অনুষ্ঠিত হচ্ছে এই অনুষ্ঠান।
আরও পড়ুন: বড় খবর! KKR এ ফিরতে পারেন ভেঙ্কটেশ আইয়ার
প্রসঙ্গত, নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকাকালীন বিহারে একের পর এক জনমুখী প্রকল্পের সূচনা করেছিলেন তিনি। NDA সরকার প্রতিটি পরিবারকে ১২৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষম নাগরিকদের সামাজিক নিরাপত্তা পেনশনের পরিমাণ ৪০০ থেকে বাড়িয়ে ১,১০০ টাকা করে দিয়েছেন। এমনকি ‘মুখ্যমন্ত্রী মহিলা রোজগার যোজনা’ চালু করে ছিলেন নীতীশ সরকার। তাই পুনরায় সরকারি সহায়তা লাভের আশায় সেখানকার সাধারণ মানুষ মুখ্যমন্ত্রী হিসেবে পুনরায় বেছে নিয়েছেন নীতিশ কুমারকে।