সহেলি মিত্র, কলকাতা: বঙ্গোপসাগরে ঘনাচ্ছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নিম্নচাপ তৈরির সম্ভাবনার কারণে আগামী ১ জুলাই পর্যন্ত বাংলায় ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কিছু জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে। পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে তৈরি হতে পারে নিম্নচাপ এলাকা। এদিকে মৌসুমী অক্ষরেখাও সক্রিয় হয়ে উঠেছে। যার প্রভাবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বেশিরভাগ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক আজ অর্থাৎ শনিবার বাংলার আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই জেনে নেওয়া যাক আজ শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জারি করা বুলেটিন অনুযায়ী, এদিন ঘন্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে ব্যাপারে। এদিন দক্ষিণবঙ্গে বৃষ্টি কম হলেও উত্তরবঙ্গের জেলাগুলিতে যেমন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎও থাকতে পারে। জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সর্তকতা।
আগামীকালের আবহাওয়া
আপনি কি জানতে ইচ্ছুক রবিবার অর্থাৎ ছুটির দিন উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে? হাওয়া অফিসের বুলেটিন অনুযায়ী, এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়, এছাড়া ভারী বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং ঝাড়গ্রাম জেলায়। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পরিমানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কথা বললে এদিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পঙ ও জলপাইগুড়ি জেলায়।