দাবি না মানলেই বিজেপিকে সমর্থন! তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে নয়া সমীকরণের ইঙ্গিত বংশীর

Mathabhanga

প্রীতি পোদ্দার, মাথাভাঙ্গা: সামনেই ২৬ এর বিধানসভা নির্বাচন। তাই সেই নির্বাচনকে টার্গেট করে এবং মুখ্যমন্ত্রীর সিংহাসন দখলদারির উদ্দেশে এখন থেকেই ভোট প্রচারের ময়দানে নেমে পড়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধী দল। জনগণের আস্থা এবং ভরসা জোগাতে অনেকেই জোট গঠনের প্রতি বেশি মনোযোগ দিচ্ছে। আর এই সরগরম পরিস্থিতির মাঝে হঠাৎ করেই ‘বেসুরো’ হয়ে পড়লেন মাথাভাঙ্গার (Mathabhanga) দ‍্য গ্রেটার কোচবিহার পিপলস্ অ্যাসোসিয়েশনের নেতা বংশীবদন বর্মণ। জনসভায় সকলের সামনে শাসকদল তৃণমূল কংগ্রেসকে দিলেন হুঁশিয়ারি।

তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে দায়ী করলেন বংশীবদন বর্মণ

রিপোর্ট মোতাবেক, গতকাল অর্থাৎ শুক্রবার, কোচবিহারের মাথাভাঙ্গা এলাকার মাথাভাঙা মেলার মাঠে দ‍্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন একটি জনসভার আয়োজন করে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেতা বংশীবদন বর্মণ। একাধিক বিষয়ে এদিন জনগণের সঙ্গে কথা বলছিলেন তিনি, এরই মাঝে তাঁর বক্তৃতায় উঠে এল শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রসঙ্গ। তিনি এদিনের জনসভায় বলেন, মাথাভাঙায় তৃণমূল যে ভোট পেয়েছে তা তাঁদের সংগঠনের জন্যই। কিন্তু তার সঙ্গেই কটাক্ষ করে বলেন যে সেক্ষেত্রে বিধানসভা কেন্দ্রে তৃণমূলের জয়লাভ না করতে পারার কারণ শুধুমাত্র গোষ্ঠী কোন্দল। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই কিছু কেন্দ্রে হার হয়।’’

শাসকদলকে হুঁশিয়ারি বার্তা বর্মনের

শুক্রবার জনসভায় তৃণমূলের গোষ্ঠী কোন্দল নিয়ে যখন বংশীবদন বর্মণ একের পর এক কটাক্ষ করছেন সেই সময় তিনি সকলের সামনে শাসকদলকে একপ্রকার হুঁশিয়ারি বার্তা দিলেন। তিনি বলেন, “ ২৬ এর বিধানসভা নির্বাচনে যদি তৃণমূলের আমাদের সংগঠনের প্রয়োজন হয় তবে তৃণমূলের দু’হাজার রাজবংশী প্রাথমিক বিদ্যালয় ও ৫০টি হাই স্কুলকে অনুমোদন দিতে হবে।” এখানেই শেষ নয়, তাঁর আরও দাবি উত্তরবঙ্গের ২৫টি আসন ছেড়ে দিতে হবে দ‍্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের জন্য। অর্থাৎ, ২৫ টি আসনে ভোটে লড়তে চায় এই সংগঠন। এদিকে বংশীর মুখে আবার বিজেপিকে সাপোর্ট করার প্রসঙ্গও উঠে আসে।

বেইমানি বলে কটাক্ষ তৃণমূলকে

জনসভায় বংশীবদন বর্মণ বলেন, “ তৃণমূল দাবি ঠিক ভাবে পালন না করলে, কেন্দ্রীয় সরকার যদি কোচবিহারকে পৃথক রাজ্য হিসেবে মান্যতা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তা হলে সংগঠন বিজেপিকেই সমর্থন করবে। তৃণমূল কংগ্রেস বেইমানি করেছে তাই তাদের সঙ্গে ‘বেইমানি’ করলে সেটাকে আর বেইমানি বলা যায় না।’’ আসলে গত লোকসভা ভোটে জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে ভোট দিয়ে জিতিয়ে দেওয়ার পরও বর্মনের বিরুদ্ধে মন্তব্য করেছিলেন জগদীশ। আর সেই মন্তব্যের ভিত্তিতে তৃণমূলকে বেঈমান বলেছে বর্মন। আর তাই এবার পাশা ঘোরাতে বিজেপিকে সাপোর্ট করার এক উস্কানিমূলক সংকেত দিলেন তিনি। আর তাতেই সরগরম রাজ্য রাজনীতি।

আরও পড়ুন: এবার নিমিষেই ভারত থেকে ইউরোপে টাকা পাঠান UPI-র মাধ্যমে

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে প্রতিটি নির্বাচনে তৃণমূলের পাশে থেকেছে বংশীবদনের সংগঠন। কিন্তু শুক্রবারের মঞ্চে তৃণমূলের বিরুদ্ধে বংশীবদন বর্মণের এই হুঁশিয়ারির সুরে খানিকটা অস্বস্তিতে পড়েছে শাসকদল। এই প্রসঙ্গে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন বলেন, ‘‘ বংশী আলাদা একটি সংগঠন করেন। অতীতে বিভিন্ন নির্বাচনে তৃণমূলকে সমর্থন করেছিলেন। ভোট আসলেই তিনি দর কষাকষি করেন। এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা নেবে রাজ্য নেতৃত্ব।’’

Leave a Comment