কৃশানু ঘোষ, কলকাতাঃ SSC মামলা নিয়ে জট যেন কাটতেই চাইছে না। বিশেষ করে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিবার স্কুল সার্ভিস কমিশন ‘দাগি’দের তালিকা প্রকাশ করার পর থেকে এই জট আরও বেড়েছে। ৩০ আগস্ট, দাগি হিসাবে যে ১৮০৬ জনের নাম প্রকাশ করা হয়েছে SSC-র তরফ থেকে, সেই নিয়ে অভিযোগ তুলে মাসের প্রথম দিনেই কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছেন প্রায় সাড়ে ৩০০ ‘অযোগ্য’ প্রার্থী। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত।
SSC নিয়ে ফের ধুন্ধুমার মহানগর!
আজ অর্থাৎ ১ সেপ্টেম্বর একদিকে SSC ভবন অভিযান নিয়ে ধুন্ধুমার শহর কলকাতা। আর অন্যদিকে হাই কোর্টের দ্বারস্থ হয়ে মামলা দায়ের করলেন প্রায় সাড়ে ৩০০ ‘অযোগ্য’ প্রার্থী। সংবাদ প্রতিদিনের রিপোর্ট অনুযায়ী, তাদের দাবি, নিয়ম মেনে ‘দাগি’দের তালিকা প্রকাশ করেনি এসএসসি। তাই আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর, SSC-র যে নিয়োগ পরীক্ষা হবে, তাতে বসতে চান তারা।
আরও পড়ুনঃ চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাসকে গ্রেফতারের চেষ্টা! করুণাময়ী মেট্রো স্টেশনে ধুন্ধুমার পরিস্থিতি
শুধু তাই নয়, ‘দাগি’ তালিকায় নাম থাকা প্রার্থীদের একাংশ দাবি করেছেন, “সুপ্রিম কোর্টের নিয়ম মেনে এই তালিকা প্রকাশিত হয়নি। কীসের ভিত্তিতে হয়েছে তা জানতে চাই।“ একাংশের দাবি, “যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছি আমরা। কিন্তু ‘অযোগ্য’ তালিকায় কেন নাম উঠেছে, সেটা বুঝতে পারছি না।“ আর এই মামলা ইতিমধ্যেই শুনানির জন্য গ্রহণ করা হয়েছে কলকাতা হাই কোর্টে। আগামীকাল অর্থাৎ ২ সেপ্টেম্বর বিচারপতি সৌমেন ভট্টাচার্যর এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
এক্ষেত্রে উল্লেখ্য, আজ SSC ভবন অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি, যেহেতু দাগিদের তালিকা প্রকাশ পেয়েছে, তাহলে যোগ্যদের ফের পরীক্ষায় বসতে হবে কেন? তাই পরীক্ষা না দেওয়ার জন্য শুরু হয়েছে অভিযান। এই অভিযান আটকাতে ইতিমধ্যেই সক্রিয় হয়েছে কলকাতা পুলিশ। এমনকি এসএসসি আন্দোলন অভিযানের নেতা সুমন বিশ্বাসকে করুণাময়ী মেট্রো স্টেশনে নামতেই পুলিশ গ্রেফতার করার চেষ্টা করেছে বলে জানা গিয়েছে। তাই সব মিলিয়ে SSC নিয়ে আরও একবার ধুন্ধুমার হয়ে উঠল মহানগর।