দামে বিরাট ফারাক! ভারতের থেকেও পেট্রোল সস্তা পাকিস্তান, বাংলাদেশে! জানুন আসল কারণ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বছরের বিভিন্ন সময় তেলের দাম নিয়ে বিশ্বব্যাপী বাজার ওঠানামা করলেও ভারতে দিনের পর দিন তেলের দাম বৃদ্ধি পাচ্ছে। আমেরিকা, চিন, রাশিয়া এমনকি পাকিস্তানের মতো দেশে যেখানে পেট্রোলের দাম অনেকটাই কম, সেই পর্বে দাঁড়িয়ে ক্রমাগত পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পাচ্ছে এ দেশে।

রিপোর্ট অনুযায়ী ভারতে যেখানে প্রতি লিটার অকটেন পেট্রোলের দাম 101 টাকারও বেশি, ঠিক একই সময়ে আমেরিকায় ওই পেট্রোলের দাম 79.4 টাকা। একইভাবে পাকিস্তানে পেট্রোলের দাম 80.4 টাকা। সবচেয়ে বড় কথা কাছের পড়শি বাংলাদেশে পেট্রোলের দাম মাত্র 85 টাকা। আর এখানেই প্রশ্ন থেকে যায়, বিশ্বের একাধিক দেশে তেলের দাম এত কম হওয়া সত্ত্বেও কেন ভারতে শতাধিক টাকা দিয়ে তেল কিনতে হচ্ছে আম জনতাকে?

প্রতিবেশী ভুটানে তেলের দাম অনেক কম

ভারতে যেখানে প্রায় প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সেই পর্বে দাঁড়িয়ে প্রতিবেশী ভুটানে পেট্রোলের দাম মাত্র 58.8 টাকা। এ তো গেল প্রতিবেশীর কথা। যদি লিবিয়া ও ইরানের কথা বলা যায় সেক্ষেত্রে, এই দুই দেশে বর্তমানে প্রতি লিটার পেট্রোলের দাম 2.5 টাকারও কম। কিন্তু কেন ভারতের তেলের দাম এমন আকাশছোঁয়া?

কেন ভারতে এত বেশি দামে বিক্রি হয় পেট্রোল-ডিজেল?

ভারতে জ্বালানি তেল অর্থাৎ পেট্রোল ও ডিজেলের দাম এত বেশি হওয়ার কারণ মূলত সরকারি কর। হ্যাঁ, ভারত সরকার পেট্রোল ও ডিজেলের ওপর বিপুল পরিমাণ কর আরোপ করে। যার মধ্যে রয়েছে, কেন্দ্রীয় অবগারি শুল্ক, রাজ্য ভ্যাট ও ডিলার কমিশন। এই তিন উপায়ে বিপুল কর নেওয়া হয় অপরিশোধিত তেল থেকে। যার জেরে স্বাভাবিকভাবেই ভারতের বাজারে তেলের দাম এতটা বেড়েছে।

অবশ্যই পড়ুন: ভোলবদল রেলের! বাতিল ২৫ শতাংশের নিয়ম, ওয়েটিং লিস্ট নিয়ে বিরাট সিদ্ধান্ত

বলে রাখা ভাল, ভারতে গতিশীল জ্বালানি মূল্য নির্ধারণ ব্যবস্থা কার্যকর রয়েছে। মূলত এই ব্যবস্থার অধীনে দেশে প্রতিদিন পেট্রোলের দাম পরিবর্তিত হয়। যদিও এই ব্যবস্থার ওপর সরকারের নিয়ন্ত্রণ কম। বিশেষজ্ঞদের মতে, গতিশীল জ্বালানি মূল্য নির্ধারণ ব্যবস্থার মাধ্যমে সাধারণত তেলের দাম কমলে স্বাভাবিকভাবেই তাতে গ্রাহকের উপকৃত হওয়া উচিত, তবে সরকারি করের বিপুল চাপের কারণে তেলের দাম হ্রাস হওয়ার বদলে বেড়ে যায়।

এছাড়াও ভারতীয় মুদ্রার মূল্য হ্রাস পেলে অর্থাৎ ভারতীয় রুপি’র তুলনায় যদি ডলারের মূল্য বেড়ে যায় সেক্ষেত্রে অপরিশোধিত তেলের আমদানি মূল্যও অনেকটাই বাড়ে। আর হবে নাই বা কেন, ভারত যে অপরিশোধিত তেলের 90 শতাংশই বিদেশ থেকে আমদানি করে।

Leave a Comment