সৌভিক মুখার্জী, কলকাতা: উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আসলো বিরাট সুখবর। আজ অর্থাৎ ৩ সেপ্টেম্বর শুরু হওয়া জিএসটি কাউন্সিলের ৫৬ তম বৈঠকে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আগামী ২২ সেপ্টেম্বর থেকেই নতুন হারে জিএসটি কার্যকর (GST Cut) হবে।
বীমার উপর থেকে জিএসটি মুকুব
এবার সবথেকে বড়সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বীমার ক্ষেত্রে। হ্যাঁ, এতদিন ব্যক্তিগত লাইফ ইন্সুরেন্স বা হেলথ ইন্সুরেন্সে জিএসটি গুনতে হত। এবার সেই কর তুলে নেওয়া হচ্ছে। তবে যারা কোম্পানির মাধ্যমে বীমা পান, তাদের ক্ষেত্রে আগের নিয়ম চালু থাকবে। অর্থাৎ কর্মস্থল থেকে যে বীমা পাওয়া যায়, তার উপর জিএসটি দিতে হবে।
বিলাসবহুল পণ্যে চড়া শুল্ক
সরকার এবার বিলাসবহুল পণ্যের উপর বাড়তি শুল্ক চাপাতে চলেছে। হ্যাঁ, তামাকজাত সিগারেট, পান মশলা, কোক, পেপসির মতো পণ্যের উপর ৪০ শতাংশ জিএসটি কার্যকর হবে। সরকার স্পষ্ট বলেছে, সমাজে মদ্যপান, ধূমপান, এই ধরনের অভ্যাস ত্যাগ করার জন্যই এই পদক্ষেপ।
এতে মূলত জিএসটি সিস্টেম আরো সহজ হবে। আগের মতো একাধিক স্ল্যাব নয়, বরং ৫% এবং ১৮%, এই দুটি স্ল্যাবের উপরই অধিকাংশ জিনিস ও পরিষেবা আসবে। আর এতে করকাঠামো আরো স্বচ্ছ হবে। শুধুমাত্র ৪০% জিএসটি স্ল্যাব বিলাসবহুল পণ্যের উপরই ধার্য থাকছে।
দাম কমছে ১৭৫টি নিত্য প্রয়োজনীয় জিনিসের
প্রসঙ্গত, আগে ১০০০ টাকার কম দামের পোশাকে ৫% জিএসটি দিতে হত। তবে এবার সেই সীমা বেড়ে দাঁড়াল ২৫০০ টাকার কম দামি পোশাক। অর্থাৎ, এবার মধ্যবিত্ত পরিবারের পকেটে অনেকটাই সাশ্রয় মিলবে।
আরও পড়ুনঃ রাহু আর শনি মিলে চন্দ্রগ্রহণে ঘটাবে বিরল যোগ, রাতারাতি ভাগ্য বদলাবে এই ৫ রাশির
এর পাশাপাশি ৩৩টি জীবনদায়ী ওষুধ সহ মোট ১৭৫টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে। এমনকি এর মধ্যে তিনটি ক্যান্সারের ওষুধও রয়েছে বলে খবর। ফলে চিকিৎসা থেকে শুরু করে দৈনন্দিন খরচে সাধারণ মানুষের পকেটে অনেকটাই স্বস্তি আসবে।
https://shorturl.fm/9YOCe