সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান সময় দাঁড়িয়ে মোবাইল ফোন শুধুমাত্র কথা বলার জন্য নয়, বরং গেম খেলা, ভিডিও এডিটিং, মাল্টিমিডিয়া টাস্ক কিংবা AI টুলসের জন্য বিরাট দরকারি এক জিনিস। আর সেই প্রয়োজন মেটাতেই এবার বাজারে চলে এসেছে 12GB RAM যুক্ত শক্তিশালী সব স্মার্টফোন (12GB RAM Smartphone)। আজকের প্রতিবেদনে আমরা জেনে নেব, 2025 সালের সেরা 12GB স্মার্টফোনগুলির কথা, যেগুলি হাই পারফরম্যান্সের জন্য একেবারে সেরাদের সেরা কাতারে অবস্থান করছে।
OnePlus Nord 5
OnePlus-র এই মডেলটির দাম ৩৪৯৯৯ টাকা। এই ফোনটি বর্তমানে 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে বাজারে আছে। জানা গিয়েছে, এই ফোনটিতে 50MP প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রাওয়াইড ক্যামেরা এবং সামনে 50MP ফ্রন্ট ক্যামেরা থাকছে। এই ফোনে থাকছে Snapdragon 8s Gen 3 প্রসেসর এবং Android 15 ভিত্তিক OxygenOS 15 ভার্সনের উপরেই চলবে ফোনটি। তাই যারা গেম খেলে বা ভিডিও এডিটিং করে, তাদের জন্য এটি এক্কেবারে সেরা বিকল্প।
Nothing Phone 3
এই ফোনটি বর্তমানে 79,999 টাকায় বাজারে পাওয়া যাচ্ছে। বর্তমানে 12GB RAM + 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটি বাজারে আছে। এই ফোনটির 6.67 ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে রয়েছে, যার রিফ্রেশ রেট 120Hz। ফোনটিতে থাকছে Snapdragon 8S Gen 4 প্রসেসর এবং এই 5500mAh ব্যাটারি। সবথেকে বড় ব্যাপার, 65W ফাস্ট চার্জিং সাপোর্ট নিচ্ছে এই ফোন। তাই যারা ডিজাইনে নজরকাড়া এবং প্রযুক্তিতে অত্যাধুনিক ফোন খুঁজছেন, তাদের জন্য এটি একেবারে সেরা বিকল্প।
Oppo Reno 14 Pro 5G
Oppo-র এই মডেলটি বর্তমানে 49,999 টাকায় বাজারে পাওয়া যাচ্ছে। এই ফোনটি বর্তমানে 12GB RAM + 256GB ভ্যারিয়েন্টে বাজারে রয়েছে। ফোনটিতে রয়েছে 6.83 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে। পাশাপাশি ফোনটিতে MediaTek Dimensity 8450 প্রসেসর দেওয়া রয়েছে এবং 6200mAh-র একটি বিরাট ব্যাটারি থাকছে। সবথেকে বড় ব্যাপার, এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে। যারা বড় ডিসপ্লে আর ব্যাটারির দিক থেকে হাই পারফরম্যান্স ফোন চান, তাদের জন্য এটি ঠিকঠাক বিকল্প।
Vivo V50
Vivo-র এই মডেলটি বর্তমানে 40,999 টাকায় বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটিতে রয়েছে 6.77 ইঞ্চির quad-curved AMOLED ডিসপ্লে। 12GB RAM + 512GB স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনটিতে পাওয়া যাচ্ছে Snapdragon 7 Gen 3 প্রসেসর। এই ফোনটিতেও 6000mAh এর ব্যাটারি থাকছে এবং 90W ফাস্ট চার্জিং দেওয়া হচ্ছে। এই ফোনটি ভিডিও কনটেন্ট দেখা বা ভারী মাল্টিমিডিয়ার কাজের জন্য একেবারে পারফেক্ট অপশন।
আরও পড়ুনঃ ফ্রিতে এক বছরের জন্য পান Perplexity Pro! ১৭ হাজার টাকার উপহার দিচ্ছে Airtel
HONOR 200 5G
মাত্র 29,690 টাকায় বর্তমানে HONOR-র এই মডেলটি বাজারে পাওয়া যাচ্ছে। ফোনটিতে থাকছে 6.7 ইঞ্চির quad-curved AMOLED ডিসপ্লে। পাশাপাশি এই ফোনটির পিছনে রয়েছে 50MP-র দুটি, এবং 12MP-র একটি রেয়ার ক্যামেরা। পাশাপাশি 50MP সেলফি ক্যামেরাও থাকছে। তাই বাজেটের মধ্যে যারা প্রিমিয়াম ফিচার যুক্ত ফোন চাইছেন, তাদের জন্য এটি একেবারে বেস্ট চয়েস।