বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিককালে শেয়ারবাজারকে এক প্রকার গ্রাস করে নিয়েছে অনিশ্চয়তা। বিগত দিনগুলিতে যেভাবে এই বাজার ধাক্কা খেয়েছে তাতে ডুবেছে বহু বিনিয়োগকারীর কষ্টার্জিত অর্থ। তবে সেই দুঃসময় কাটিয়ে ফের ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার। তবে এই অনিশ্চয়তার বাজারে কোন শেয়ার বা স্টকে বিনিয়োগ করবেন সেটা ভাবলেই রাতের ঘুম উড়ে যায় বিনিয়োগকারীদের। এবার সেই কাজ বেশ খানিকটা সহজ করে দিল গ্লোবাল ব্রোকারেজ ফার্ম HSBC। কোন শেয়ারে বিনিয়োগ করলে আগামী দিনে লাভের ঘরে থাকবেন ইনভেস্টররা, এটাই এক প্রতিবেদনে জানিয়েছে তারা।
এই স্টকে বিনিয়োগের পরামর্শ HSBC র
বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সেরা স্টক খুঁজে দিয়েছে হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন। আজ অর্থাৎ বৃহস্পতিবার HSBC তাদের একটি রিপোর্টে টাটা গ্রুপের টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের শেয়ার বা স্টক (Tata Company Stock) নিয়ে এক বিরাট ভবিষ্যদ্বাণী করেছে। গ্লোবাল ব্রোকারেজ এবং ইনভেস্টমেন্ট ব্যাঙ্কিং ফার্মটি তাদের প্রতিবেদনে একেবারে সাফ জানিয়ে দিয়েছে, টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের স্টকগুলি আগামী দিনে এক ধাক্কায় 18 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
শুধু তাই নয়, HSBC টাটার সংস্থার স্টক গুলিকে কেনার পরামর্শ দিয়েছেন বিনিয়োগকারীদের। এই ব্রোকারেজ ফার্ম দাবি করে, আগামী কিছুদিনের মধ্যেই টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের স্টকের দাম 1340 টাকায় গিয়ে দাঁড়াবে। এর অর্থ এই সংস্থার শেয়ারগুলির দাম 18 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। ব্রোকারেজ ফার্মটি একেবারে খোলাখুলি জানিয়েছে, আগামী দিনে এই সংস্থা নিজেদের ব্যবসায় বিপুল মুনাফা অর্জন করবে, সেই সূত্র ধরেই এই সংস্থার প্রতিটি স্টকের দাম ঊর্ধ্বগামী হবে!
বর্তমানে এই স্টকের দাম কত?
না বললেই নয়, HSBC র তরফে যে টাটা কনজিউমার প্রোডাক্টসের স্টকে বিনিয়োগ করতে বলা হয়েছে সেগুলি বিগত দিনে ব্যবহারকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। টাটার এই সংস্থার সেপ্টেম্বরের ক্রৈমাসিক ফলাফল দেখলে জানা যাবে, সেপ্টেম্বরের প্রান্তিকে কোম্পানির অপারেটিং মুনাফা 7.3 শতাংশ বেড়ে 672 কোটি টাকা হয়েছিল। যদিও এর ইবিআইটিডিএ গত বছর ঠিক একই সময় অর্থাৎ সেপ্টেম্বরে 14.9 শতাংশ থেকে অনেকটাই কমে গিয়েছিল। তবে এসব সত্ত্বেও বিগত দিনগুলিতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে এই সংস্থা।
অবশ্যই পড়ুন: জন্ম ইংল্যান্ডে, খেলেন অস্ট্রেলিয়ার হয়ে! সেই তারকা উইকেটকিপারকে কিনতে পারে KKR
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেডের স্টকের দাম আজ অর্থাৎ বৃহস্পতিবার 0.45 শতাংশ বেড়ে 1,145.10 টাকায় ক্লোজ হয়েছে। তবে HSBC তাদের রিপোর্টে বলছে আগামী কিছুদিনে এই স্টকের দাম 1340 টাকা পর্যন্ত যেতে পারে। এছাড়াও বেশ কয়েকটি সংস্থার রিপোর্ট টাটার এই সংস্থার উপর আস্থা রেখেছে। তারাও টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেডের স্টককে Buy রেটিং দিয়েছে। এক কথায়, প্রকাশ্যে আসা রিপোর্ট গুলি বিশ্বাস করলে আজ এই স্টকে বিনিয়োগ করা বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে সেরা সিদ্ধান্ত হতে পারে।