দাম বেড়ে হবে ২০০০! ঝুনঝুনওয়ালার সংস্থার এই স্টকে বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের

Rakesh Jhunjhunwala company stock price may rise to Rs 2000

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের সফল বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালাকে (Rakesh Jhunjhunwala) চেনেন না বা নাম শোনেননি এমন মানুষ খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। অনেকেই হয়তো জানেন, তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালাও একজন সফল বিনিয়োগকারী। শেয়ার মার্কেটের (Stock Market) DNA বোঝেন তিনি। কোন স্টক কতদূর যেতে পারে তারও প্রগাঢ় ধারনা রয়েছে রেখার। এবার সেই রেখা ঝুনঝুনওয়ালের মালিকানাধীন (17 শতাংশের শেয়ার হোল্ডার) সংস্থা ইনভেন্টরাস নলেজ সলিউশন লিমিটেডের স্টকগুলির দাম সোমবার প্রায় 4 শতাংশ বেড়েছে। খোদ শেয়ার বাজার বিশেষজ্ঞরা বলছেন, সংস্থাটির স্টকের দাম 2000 টাকা ছুঁয়ে যাবে।

এই স্টকে বিনিয়োগের পরামর্শ বিশেষজ্ঞদের

সোমবার, শেয়ারবাজার খোলার সময় BSE তে ইনভেন্টরাস নলেজ সলিউশন লিমিটেডের স্টকগুলির দাম ছিল 1596 টাকা। তবে আজ শেয়ার মার্কেট ক্লোজিং এর সময় এই সংস্থার স্টকের দাম 3.65 শতাংশ বেড়ে 1629 টাকায় ট্রেড করেছে। প্রতিবেদনটি লেখার আগে পর্যন্ত স্ক্রিনারে এই স্টকের দাম দেখিয়েছে 1678 টাকা। বিশেষজ্ঞদের বিশ্বাস, এই স্টকটি 2000 টাকা পর্যন্ত যাবে। সেই সাথে বিনিয়োগের পরামর্শও দিচ্ছেন তারা।

সম্প্রতি প্রকাশিত CNBC TV18 এর এক প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকটি ব্রোকারেজ হাউস এবং কয়েকটি মাল্টিন্যাশনাল সংস্থার বিশেষজ্ঞরা দাবি করেছেন, শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও খুব শীঘ্রই এই স্টকের দাম 2000 টাকা পর্যন্ত উঠতে পারে। ব্রোকারেজ হাউস নোমুরা এই স্টকটিকে দুর্দান্ত রেটিং দিয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই সংস্থায় 16.17 শতাংশ শেয়ার রয়েছে ঝুনঝুনওয়ালা পরিবারের।

অবশ্যই পড়ুন: পদত্যাগ করতে চাইলেন ইস্টবেঙ্গল কোচ

বলাই বাহুল্য, চলতি বছর ঝুনঝুনওয়ালার এই সংস্থাটির শেয়ার 17 শতাংশ পর্যন্ত কমেছিল। এদিকে, বেঞ্চমার্ক BSE সেন্সেক্স আবার বেড়েছে 8.82 শতাংশ। এই সংস্থার স্টকের দাম গত 52 সপ্তাহে সর্বোচ্চ 2190 এবং সর্বনিম্ন 1226.15 টাকা পর্যন্ত ট্রেড করেছিল। বলে রাখি, ইনভেন্টরাস নলেজ সলিউশন লিমিটেডের বর্তমান মার্কেট ক্যাপ 28,315.94 কোটি টাকা। কাজেই নিয়োগ করার ক্ষেত্রে ঘাবড়ানোর প্রয়োজন নেই।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment