দাম মধ্যবিত্তদের বাজেটে, লঞ্চ হচ্ছে ধামাকাদার স্মার্টফোন Motorola Edge 70, জানুন ফিচার্স

Motorola Edge 70

সৌভিক মুখার্জী, কলকাতা: যদি স্মার্টফোন কেনার চিন্তাভাবনা করে থাকেন, তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, সম্প্রতি গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া Motorola Edge 70 ফোনটি ভারতের বাজারে খুব শীঘ্রই লঞ্চ হচ্ছে। বিভিন্ন মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর, নতুন এই স্মার্টফোনটি ভারতে 15 ডিসেম্বর লঞ্চ হতে পারে। টিপসটার মুকুল শর্মা সোশ্যাল মিডিয়ায় নিজেই এই ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য শেয়ার করেছে। বিস্তারিত জানার জন্য প্রতিবেদনটি পড়ুন।

নতুন Motorola Edge 70 এর হাইলাইট

মুকুল শর্মার দেওয়া তথ্য অনুযায়ী, নতুন Motorola Edge 70 কোনটি এবার তিনটি 50MP ক্যামেরা নিয়ে বাজারে আসবে। এর পাশাপাশি ফোনটিতে থাকবে ওয়্যার্ড এবং ওয়ারলেস উভয় ধরনের চার্জিং এর সুবিধা। এক কথায়, এই ফোনটি হতে চলেছে মধ্যবিত্তদের বাজেটে ধামাকাদার ফোন।

প্রসেসর এবং ব্যাটারি

নতুন Motorola Edge 70 ফোনটিতে থাকবে একটি Motorola Edge 70 Snapdragon 7 Gen 4 চিপসেট, যা গেমিং থেকে শুরু করে বিভিন্ন হাই গ্রাফিক্সের কাজ অনায়াসে করা যাবে। আর গ্লোবাল ভেরিয়ান্টে এই ফোনটিতে 4,800mAh এর ব্যাটারি দেওয়া রয়েছে। তবে ভারতে লঞ্চ হওয়া ফোনটির সম্ভবত ব্যাটারি আরও বড় হতে পারে। যদিও ফোনের পুরুত্ব হবে মাত্র 5.99 মিলিমিটার। এককথায়, ফোনটি অত্যন্ত পাতলা এবং হালকা ডিজাইনের।

এবার আমরা যদি চার্জিং নিয়ে কথা বলি, তাহলে ফোনটিতে 68W ওয়্যার্ড চার্জিং থাকবে এবং 15W ওয়ারলেস চার্জিং সাপোর্ট দেওয়া হবে। ভারতের বাজারে ভেরিয়েন্টভেদে এই চার্জিং স্পিড থাকার সম্ভবনা রয়েছে। আর ফোনটি Hello UX ইন্টারফেসের উপরেই চলবে, যা Android 16-র উপর ভিত্তি করে তৈরি করা।

ডিসপ্লে এবং ক্যামেরা

Motorola Edge 70 ফোনটিতে গ্লোবাল ভেরিয়েন্টের মতো 6.7 ইঞ্চির P-OLED ডিসপ্লে নিয়ে ভারতের বাজারে লঞ্চ হবে। আর এর রেজোলিউশন হবে 1.5K এবং রিফ্রেশ রেট 120Hz। এদিকে ফোনটিতে সর্বোচ্চ 12GB RAM এবং 512GB স্টোরেজ থাকবে। পাশাপাশি পিছনে দুটি 50MP ক্যামেরা এবং সামনে একটি 50MP সেলফি ক্যামেরা থাকবে। ফলে ক্যামেরার দিক থেকে এই ফোনটি ধামাকাদার পারফরমেন্স দেবে।

আরও পড়ুন: রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কেন স্মার্টফোন ব্যবহার করেন না? নিজেই জানালেন কারণ

দাম কত হতে পারে এই মডেলের?

এখনও পর্যন্ত যা অনুমান করা হচ্ছে, ভারতীয় বাজারে 25,000 থেকে 30,000 টাকার মধ্যেই লঞ্চ হতে পারে। আর এটি বিভিন্ন রংয়ের ভেরিয়েন্টে লঞ্চ হবে। এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি। কিন্তু সম্প্রতি Motorola G সিরিজের কিছু স্মার্টফোন ভারতে 15,000 টাকার নীচে লঞ্চ করা হয়েছিল। আর আন্তর্জাতিক ডেটা ইনস্টিটিউটের দেওয়া তথ্য অনুযায়ী, মটোরোলা ভারতের বাজারে ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করছে। এখন শুধু সময়ের অপেক্ষা।

Leave a Comment