দাম ১৭ টাকারও কম, মুকেশ আম্বানির সংস্থার এই স্টকে টাকা রাখতে পারেন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা সহ অন্যান্য একাধিক সমস্যার কারণে বৃহস্পতিবার একটানা চতুর্থ দিনের জন্য নিম্নমুখী হয়েছে শেয়ার বাজার। টাকা ডুবেছে বহু বিনিয়োগকারীর। তবে শেয়ার মার্কেটের এমন অনিশ্চয়তার মধ্যেও বেশ কিছু স্টক বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে (Stock To Buy)। দিয়েছে বড় রিটার্ন। সেই তালিকায় নাম রয়েছে দেশীয় সংস্থা অলোক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের। আজ অর্থাৎ 8 জানুয়ারি, এই সংস্থার স্টকগুলির দাম 8.5 শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই কোম্পানির 40 শতাংশের মালিকানা রয়েছে মুকেশ আম্বানির।

2026 এ বিনিয়োগকারীদের লাভবান করতে পারে এই স্টক

নতুন বছরে, শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তা সত্ত্বেও বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিয়েছে বেশ কিছু ছোট স্টক। গত বছরের ডিসেম্বরেও যেসব স্টকের দাম 10 টাকার নিচে ছিল আজকের দিনে সেইসব স্টকের দাম 60 টাকা থেকে 70 টাকায় পৌঁছেছে এমন উদাহরণও কম নেই। তবে আজকের দিনে শেয়ারবাজারের ব্যাপক ধাক্কা সামলেও বড় লাফ দিয়েছে মুকেশ আম্বানির 40 শতাংশ অংশীদারিত্বযুক্ত সংস্থা অলোক ইন্ডাস্ট্রিজের স্টকগুলি।

অবশ্যই পড়ুন: ভারতকে কটাক্ষ করতে গিয়ে নিজেই বেইজ্জত হলেন শাহিন আফ্রিদি!

বলাই বাহুল্য, আজ নিম্নমুখী শেয়ার মার্কেটকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এক ধাক্কায় 8.5 শতাংশ পর্যন্ত দাম বেড়েছে এই সংস্থার স্টকের। বৃহস্পতিবার শেয়ার মার্কেট খোলার পর সংস্থাটির স্টকের দাম এক ধাক্কায় পৌঁছয় 17 টাকা 21 পয়সায়। যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। যদিও পরবর্তীতে সেই দাম কিছুটা কমে 15 টাকা 96 পয়সায় গিয়ে দাঁড়িয়েছে। তবে কয়েকজন অভিজ্ঞ বিনিয়োগকারী এমনকি বিশেষজ্ঞরা মনে করছেন সংস্থাটি যেভাবে তাদের ব্যবসা বাড়াচ্ছে তাতে আগামী কিছুদিনের মধ্যেই এই সংস্থার স্টকের দাম বাড়বে।

শেয়ার মার্কেটের সাথে জড়িত বহু বিনিয়োগকারী, আজকের দিনে এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন। তবে বিশেষজ্ঞদের দাবি, শেয়ার মার্কেট বা স্টক মার্কেটে বিনিয়োগের আগে অবশ্যই বাজার যাচাই করে এবং বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে তবেই বিনিয়োগ করা উচিত। বলে রাখি, 2025 সালে 24 শতাংশ পর্যন্ত কমেছিল এই স্টকের দাম। 2022 সালের পর যা অলোক ইন্ডাস্ট্রিজের জন্য সবচেয়ে বড় ধাক্কা হয়ে উঠেছিল।

অবশ্যই পড়ুন: বিজয় হাজারেতে সেঞ্চুরি, বাবর আজমের বিশ্বরেকর্ড গুঁড়িয়ে দিলেন রুতুরাজ গায়কওয়াড়

উল্লেখ্য, 1986 তে জন্ম হয় আজকের টেক্সটাইল ইন্ডাস্ট্রির জনপ্রিয় সংস্থা অলোক ইন্ডাস্ট্রিজের। এই টেক্সটাইল কোম্পানিটির সদর দপ্তর মুম্বইয়ে। তুলো এবং পলিস্টার উভয় খাতে এই সংস্থার গুরুত্বপূর্ণ উপস্থিতি রয়েছে। সংস্থাটির বর্তমান মার্কেট ক্যাপ 8042.95 কোটি টাকা। অনেকেই হয়তো জানেন, 2020 সালে মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সংস্থা এই কোম্পানির 40 শতাংশ অংশীদারিত্ব কিনে নিয়েছিল।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

1 thought on “দাম ১৭ টাকারও কম, মুকেশ আম্বানির সংস্থার এই স্টকে টাকা রাখতে পারেন”

Leave a Comment