দাম ১.১৭ কোটি টাকা, এটিই ভারতে গাড়ির সবচেয়ে দামি নম্বর প্লেট! বিশেষত্ব জানুন

India Most Expensive Number Plate know about it

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাধারণত গাড়ি কেনার সময় তার সাথে প্রয়োজনীয় রেজিস্ট্রেশন নম্বর বা নম্বর প্লেটটি জুড়ে দেয় সংস্থা। তবে একজন ব্যক্তিকে প্লেট সহ সেই রেজিস্ট্রেশন নম্বর কিনতে 1 কোটি 17 লক্ষ টাকা দিতে হচ্ছে। জানা গিয়েছে, অভিনব সংখ্যার সেই নম্বর প্লেটই ভারতের সবচেয়ে দামি নম্বর প্লেট (India Most Expensive Number Plate)। হ্যাঁ, সবচেয়ে দামি নম্বর প্লেট বিক্রি করে দেশের মধ্যে নজির গড়েছে হরিয়ানা। ইতিহাস বলে, এর আগে গোটা দেশে এত দামে কেউ কোনও গাড়ির নম্বর প্লেট কেনেনি। কিন্তু কেন এত দাম ওই রেজিস্ট্রেশন নম্বরের? কী এমন আছে তাতে?

কেন এত বেশি দাম নম্বর প্লেটটির?

ডেকান হেরাল্ডের এক প্রতিবেদন অনুযায়ী, হরিয়ানায় যে রেজিস্ট্রেশন নম্বর প্লেটটির দাম 1.17 কোটি টাকা রাখা হয়েছিল, তাতে রয়েছে একটি অভিনব এবং ভিআইপি রেজিস্ট্রেশন নম্বর। রিপোর্ট অনুযায়ী, HR88BB8888 নম্বরটি ভিআইপি গাড়ির জন্য নিলামে উঠেছিল। শেষ পর্যন্ত নিলাম থেকেই সেটি বিক্রি হয়ে যায় 1 কোটি 17 লক্ষ টাকায়। পরবর্তীতে সেই নম্বর প্লেট ভারতের সবচেয়ে দামি রেজিস্ট্রেশন নম্বর প্লেটের তকমা পেয়েছে।

অবশ্যই পড়ুন: ভেঙ্কটেশ নেই, কে হবেন KKR-র সহ অধিনায়ক? তালিকায় দুই বড় নাম

জানা গিয়েছে, ওই বিশেষ রেজিস্ট্রেশন নম্বরটির জন্য নিলাম শুরু হয়েছিল হরিয়ানার সরকারি ভিআইপি নম্বর পোর্টালে। দর শুরু হতেই গতকাল অর্থাৎ বুধবার বহু ক্রেতা নিজেদের দাম রাখতে থাকেন। শেষ পর্যন্ত সন্ধ্যায় গিয়ে ওই রেজিস্ট্রেশন নম্বর প্লেটের জন্য 1 কোটি 17 লক্ষ টাকা বিড করেন এক ব্যক্তি। শেষ পর্যন্ত ফলাফল ঘোষণার পর তিনিই পেয়েছেন ভারতের সবচেয়ে দামি রেজিস্ট্রেশন নম্বর। তবে প্রশ্ন, কেন এত দামে বিক্রি হল ওই নম্বর প্লেট?

দেশের সংখ্যাতাত্ত্বিক এবং জ্যোতিষরা বলছেন, 88 নম্বরটি অত্যন্ত মূল্যবান। এই সংখ্যার সাথে সমৃদ্ধির যোগ রয়েছে। এই সংখ্যা সৌভাগ্যের প্রতীক। জীবনের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা কিংবা সুসম্পর্ক স্থাপনের জন্যও 88 সংখ্যাটির গুরুত্ব রয়েছে। তাছাড়াও নম্বরটিতে রয়েছে ইংরেজি বর্ণমালার H,R এবং B। সব মিলিয়ে দেখার ক্ষেত্রেও নম্বরটি অনন্য। মূলত সে কারণেই অভিনব নম্বর যুক্ত প্লেটটি এত দামে বিক্রি হয়েছে। তবে ওই রেজিস্ট্রেশন নম্বর কে কিনেছেন তা জানা যায়নি।

Leave a Comment