বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরে শেয়ার মার্কেটে খেল দেখাচ্ছে একাধিক ছোট স্টক। গতবছর যেসব স্টকের দাম এক টাকার নিচে ট্রেড করেছে আজকের দিনে সেইসব স্টক 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত লাফ দিয়েছে (Stock To Buy)। বিশেষজ্ঞদের দাবি, যেসব সংস্থা নতুন নতুন অর্ডার পাচ্ছে সেই সব সংস্থার স্টকে বিনিয়োগ করাটাই বুদ্ধিমানের কাজ। আজকের প্রতিবেদনেও রইল এমনই একটি স্টকের খোঁজ। যেই স্টকের মালিকানাধীন সংস্থাটি বিগত দিনগুলিতে একের পর এক নতুন অর্ডার পেয়েছে। সর্বশেষ অর্ডারের পর সংস্থাটির স্টকের দাম একেবারে লাফিয়ে বেড়েছে।
এই স্টকে টাকা রেখে কপাল খুলতে পারে আপনার!
সম্প্রতি শেয়ার মার্কেটের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে A B Infrabuild Ltd এর স্টকগুলি। শেষবারের মতো গত মঙ্গলবার শেয়ার বাজার বন্ধ হওয়ার আগে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিংয়ের সময় সংস্থাটি নতুন অর্ডারের কথা জানিয়েছিল। সংস্থার তরফে বলা হয়, তারা ইস্ট কোস্ট রেলওয়ের তরফে 51.43 কোটি টাকার কাজ পেয়েছে। মূলত একটি সেতুর উপর রাস্তা নির্মাণের অর্ডার পেয়েছে এই সংস্থা। আর সেই খবর জানাতেই বুধবার সংস্থার স্টকগুলি বড় লাফ দেয়।
অবশ্যই পড়ুন: সমবায় সমিতি থেকে গায়েব সাড়ে ৫ কোটি! তৃণমূল প্রধানের বিরুদ্ধে পথে আমানতকারীরা
বলাই বাহুল্য, আজ A B Infrabuild Ltd এর স্টকগুলির দাম 4.5 শতাংশ বেড়ে 19 টাকা 70 পয়সায় গিয়ে দাঁড়িয়েছিল। এই দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। যদিও বর্তমানে এই স্টকের দাম রয়েছে 19 টাকা 60 পয়সা। তবে অভিজ্ঞ বিনিয়োগকারী থেকে শুরু করে বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করছেন, আগামী দিনে এই স্টকের দাম বাড়বে। তাই ইনভেস্টরদের বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন কেউ কেউ।
অবশ্যই পড়ুন: ৫ মার্চ বিয়ের পিঁড়িতে বসছেন সচিন পুত্র! অর্জুন তেন্দুলকরের হবু স্ত্রীকে চেনেন?
যেটা না বললেই নয়, এই স্টক শেষ আট মাসে বিনিয়োগকারীদের 116 শতাংশ রিটার্ন প্রদান করেছে। 2023 সালে এই স্টক বিনিয়োগকারীদের একসাথে 339 শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছিল। তবে 2025 সালে পৌঁছে সেই পরিমাণটা কিছুটা কমে যায়। কিন্তু তা হলেও 2019 থেকে আজ পর্যন্ত এই স্টক 3600 শতাংশ রিটার্ন দিয়ে বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। নতুন বছরেও ইনভেস্টরদের আর্থিক দিক থেকে লাভবান করে তুলবে এই স্টক, এমন আশাই রাখছেন বহু বিনিয়োগকারী।
Alright gamers, gave play.hit 8.club a spin. Honestly, the graphics are pretty slick! Gameplay is smooth too, worth checking out for a few rounds if you’re bored. Head over to play.hit 8.club