বিক্রম ব্যানার্জী, কলকাতা: গতবছর অর্থাৎ 2025 এ একাধিক পেনি স্টক জাত চিনিয়েছে। শেয়ার বাজারের ব্যাপক অনিশ্চয়তার মধ্যেও 1 টাকা 2 টাকা বা তারও কমদামের স্টকগুলি বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। নতুন বছরেও স্টক মার্কেটে মাথাচাড়া দিয়ে উঠছে বেশ কিছু পেনি স্টক। এমনও অনেক স্টক রয়েছে যেগুলি গত বছর পেনি স্টক (Stock To Invest) ছিল তবে এ বছর সেগুলির দাম অনেকটাই বেড়েছে। আজকের প্রতিবেদনে রইল তেমনই একটি স্টকের খোঁজ। যেটি বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিয়েছে। সবচেয়ে বড় কথা, এই স্টকের মালিকানাধীন সংস্থাটি একটি বড় অর্ডার পেয়েছে। মূলত সে কারণেই এই স্টকে বিনিয়োগের পরামর্শ দিচ্ছেন অনেকেই।
এই স্টকে টাকা রেখে ভাগ্য ফিরতে পারে আপনার!
কিছুদিন আগেই হীরের ব্যবসার সাথে যুক্ত ভারতীয় সংস্থা মিনি ডায়মন্ডস ইন্ডিয়া লিমিটেড নিয়ে বড় ভবিষ্যদ্বানী দিয়েছিলেন অভিজ্ঞ বিনিয়োগকারীরা। পরবর্তীতে সেই মিনি ডায়মন্ডসের স্টকই লাফ দিয়েছে। না বললেই নয়, এই স্টকটি বিগত দিনগুলিতে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিয়েছে ঠিকই, তবে আগামীতেও এই স্টক খেল দেখাতে পারে বলেই মনে করছেন বেশ কয়েকজন বিশেষজ্ঞ। কারণ, সম্প্রতি এই সংস্থাটি হংকং এর এক ক্লায়েন্টের কাছ থেকে 16,65,000 টাকার অর্ডার পেয়েছে। এছাড়াও একাধিক অর্ডার পেন্ডিং রয়েছে এই সংস্থার।
অবশ্যই পড়ুন: শুধু বাংলাদেশ নয়, এই দেশগুলিতেও দেখানো হয় না IPL
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে ফাইলিং এর সময় সংস্থাটি নতুন অর্ডারের তথ্য জানিয়েছে। জানা গিয়েছে, আগামী তিন মাসের মধ্যে নির্দিষ্ট ক্লায়েন্টকে 16,65,000 টাকা মূল্যের ল্যাবে তৈরি হীরা সরবরাহ করতে হবে তাদের। মজার বিষয়, সংস্থাটি আজ অর্থাৎ 5 জানুয়ারি এই নতুন অর্ডারের খবর জানাতেই মিনি ডায়মন্ডস ইন্ডিয়া লিমিটেডের স্টকটির দাম 20 শতাংশ পর্যন্ত বেড়েছে।
বলে রাখি, আজ শেয়ার মার্কেট খোলার পরই BSE তে এই স্টকের দাম ছিল 25 টাকা 65 পয়সা। তবে ইন্ট্রাডেতে এর দাম 20 শতাংশ বেড়ে দাঁড়ায় 28 টাকা 92 পয়সায়। বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করছেন, এই স্টক আগামী দিনে বিনিয়োগকারীদের আরও রিটার্ন দিতে পারে। সবচেয়ে বড় কথা, এই স্টকের দাম 50 টাকারও নিচে। বলে দিই, শেষবারের মতো 26.6 টাকায় ক্লোজ হয়েছে এই স্টক। তবে আগামী কিছুদিনের মধ্যেই এর দাম বাড়তে পারে বলেই আশা করা হচ্ছে।
অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলের সাথে সম্পর্ক ছিন্ন করলেন মরক্কোর গোলমেশিন, কেন লাল হলুদ ছাড়লেন হামিদ?
উল্লেখ্য, দীর্ঘ 52 সপ্তাহের মধ্যে এই স্টকের দাম সর্বোচ্চ 43.60 টাকায় পৌঁছেছিল। একইভাবে সর্বনিম্ন 19.50 টাকায় ট্রেড করেছে এই স্টক। তবে যদি দুবছরের হিসেব দেখা যায় সেক্ষেত্রে এই স্টক গত দুই বছরে বিনিয়োগকারীদের 639 শতাংশ রিটার্ন দিয়েছে। তবে পাঁচ বছরের কথা বললে এই স্টক থেকে বিনিয়োগকারীরা একেবারে 6074 শতাংশ পর্যন্ত রিটার্ন পেয়েছেন।