সৌভিক মুখার্জী, কলকাতা: স্মার্টফোনপ্রেমীদের জন্য বিরাট সুখবর। কারণ, চিনের জনপ্রিয় মোবাইল ব্র্যান্ড Vivo এবার অবশেষে নতুন Vivo S50 ও Vivo S50 Pro Mini লঞ্চ (Vivo S50 Series) করার পথে। হ্যাঁ, তারা আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণা করে দিল। সংস্থার রিপোর্ট অনুযায়ী, আগামী 15 ডিসেম্বর চিনে আত্মপ্রকাশ করবে এই মেগা ফ্লাগশিপ সিরিজ। এমনকি সংস্থা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে ডিভাইসের প্রি-বুকিংও শুরু করেছে।
কোন কোন রংয়ে আসছে ফোনদুটি?
এখনও পর্যন্ত বেশ কয়েকটি মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Vivo S50 ফোনটি পাওয়া যাবে Confession, Inspiration Purple, Serene Blue, Space Gray কালার অপশনে এবং Vivo S50 Pro Mini ফোনটি পাওয়া যাবে Confession, Inspiration Purple, Space Gray কালার অপশনে। মোদ্দা কথা, কালারের ক্ষেত্রে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ডিজাইন এবং লুকের উপর এবার Vivo বিশেষ জোর দিচ্ছে।
কী কী ফিচার্স পাওয়া যাবে Vivo S50 Pro Mini ফোনে?
রিপোর্ট মারফৎ, নতুন এই ফোনটিতে অত্যাধুনিক প্রসেসর Snapdragon 8 Gen 5 এর সঙ্গে ক্যামেরা এবং ব্যাটারিতে দেওয়া থাকবে চমক। আর সবথেকে বড় ব্যাপার, ফোনটি AnTuTu বেঞ্চমার্কে 30 লক্ষ স্কোর পেয়ে চমক দিয়েছে। ফোনটিতে রয়েছে Snapdragon 8 Gen 5 চিপসেট, যা দিয়ে গেমিং থেকে শুরু করে যে কোনও ভারী কাজ অনায়াসে করা যাবে। পাশাপাশি রয়েছে 6.31 ইঞ্চির একটি ফ্ল্যাট ডিসপ্লে। এছাড়া বিরাট 6500mAh এর একটি ব্যাটারি দেওয়া রয়েছে এবং যার সাথে 90W চার্জিং সাপোর্ট দেওয়া থাকবে। আর ফোনটি Android 16 ভিত্তিক OriginOS 6 অপারেটিং সিস্টেমের উপর বেস করেই চলবে। এদিকে স্টোরেজ ভেরিয়েন্ট হিসেবে 12GB+256GB, 12GB+512GB ও 16GB+512GB বিকল্প পাওয়া যাবে ফোনটিতে।
Vivo S50 ফোনটির কী কী ফিচার্স রয়েছে?
Vivo S50 ফোনটি এবার ক্যামেরার দিক থেকে আরও একধাপ এগোতে চলেছে। কারণ, ফোনটিতে 50MP Sony IMX882 পেরিস্কোপ টেলিফটো লেন্স দেওয়া রয়েছে, যা জুমিং এবং লো-লাইট থেকে শুরু করে ফটোগ্রাফিতে দারুণ অভিজ্ঞতা দেবে। আর এই ফোনটিতে সম্ভাব্য 6.59 ইঞ্চির একটি OLED 1.5K ডিসপ্লে থাকবে। পাশাপাশি ফোনটিতে Snapdragon 8s Gen 3 প্রসেসর দেওয়া থাকবে। যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল ভাবে ঘোষণা করা হয়নি। আর ফোনটির স্টোরেজ ভেরিয়েন্ট থাকবে 12GB+256GB, 16GB+256GB, 12GB+512GB, 16GB+512GB।
আরও পড়ুন: লাগবে না আধারের ফটোকপি! পরিচয় যাচাইয়ে নয়া পন্থা আনছে UIDAI
মোদ্দা কথা, দুটি ফোনই প্রিমিয়াম পারফরমেন্স এবং ক্যামেরার দিক থেকে চমক দিচ্ছে। পাশাপাশি যারা বাজেটের মধ্যে উন্নত ব্যাটারি, প্রসেসর যুক্ত ফোন কিনতে চলেছেন, তাদের জন্য এগুলো হতে পারে দারুণ বিকল্প। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ফোনের দাম ঘোষণা করা হয়নি।