দার্জিলিংয়ে তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে, দক্ষিণবঙ্গে শীতের কী হাল? আজকের আবহাওয়া

weather today winter

সহেলি মিত্র, কলকাতাঃ দক্ষিণবঙ্গে যতই গরম থাকুক, উত্তরবঙ্গে কিন্তু শীত এবং বৃষ্টির ভালো দাপট চলছে। সবথেকে বেশি ঠান্ডার দাপট চলছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। দার্জিলিং জেলার সর্বনিম্ন তাপমাত্রা ইতিমধ্যে ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এদিকে আজ সোমবার সকাল থেকে দক্ষিণবঙ্গের পশ্চিম ঘেঁষা জেলাগুলিতে শীতল আবহাওয়া বজায় রয়েছে। সেইসঙ্গে সকাল থেকেই আজ ঘন কুয়াশা ঘিরে ছিল একাধিক জায়গা। এদিকে আকাশও রয়েছে মেঘলা। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। এদিকে সাগরে পাক ঘনাচ্ছে ঘূর্ণিঝড়। বুধবারের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে।

কেমন থাকবে আজকের আবহাওয়া?

নভেম্বরের শেষ সপ্তাহে বঙ্গোপসাগরে দানা বাঁধছে বিধ্বংসী ঘূর্ণিঝড় সেনিয়ার। এদিকে ঝড়ের ঝুঁকিতে রয়েছে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও বাংলাদেশ। আবহাওয়া অফিসগুলি নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের গতিবিধির ওপর কড়া নজর রাখছে। যাইহোক, প্রথমেই আসা যাক আজ দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) কেমন থাকবে সে প্রসঙ্গে। আজ মোটের ওপর ঠান্ডা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম জেলায়। তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, আজ ঠান্ডা থাকবে দার্জিলিং, কালিম্পং জেলায়। অপরদিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়। আগামী কয়েকদিন রাতের তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না।

সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় সেনিয়ার

IMD-র পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ আন্দামান সাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সরে গেছে এবং আগামী সপ্তাহে এটি আরও তীব্রতর হয়ে নিম্নচাপে পরিণত হবে। এরপর এই ব্যবস্থাটি পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে, আরও শক্তিশালী হবে এবং ২৬শে নভেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হবে। ঘূর্ণিঝড়টির সম্ভাব্য গতিপথ বা সম্ভাব্য তীব্রতা কতটা হতে পারে তা এখনও জানা যায়নি। তবে, আবহাওয়া বিভাগ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের (২৪ ঘন্টায় ১০৫-২০৪ মিমি) সতর্ক করেছে এবং এটি মঙ্গলবার পর্যন্ত তা অব্যাহত থাকবে।

Leave a Comment