দার্জিলিংয়ে হোক একাধিক রোপওয়ে, রাজ্য সরকারকে পরামর্শ কেন্দ্রের! কোন কোন জায়গায়?

Darjeeling Ropeway

সহেলি মিত্র, কলকাতা: দার্জিলিং.. (Darjeeling) নামটা শুনলেই যেন মনটা আনন্দে নেচে ওঠে। টাইগার হিল, কাঞ্চনজঙ্ঘার সুন্দর দৃশ্য, দার্জিলিং ম্যাল, যেন চোখের সামনে ভেসে ওঠে। শীত হোক বা বর্ষা, কিংবা গরম, পাহাড় প্রেমীদের কাছে এই দার্জিলিং -এর মাহাত্ম্যই আলাদা। তবে একটা জিনিস আছে যা সাধারণ বাসিন্দা থেকে শুরু করে পর্যটকদের কাছে বেশ বিরক্তির কারণ। আর সেটা হল দার্জিলিং-র ট্র্যাফিক। আর এই বিষয়টিকে মাথায় রেখেই কেন্দ্রীয় সরকারের তরফে বিশেষ পরামর্শ দেওয়া হল পশ্চিমবঙ্গ সরকারকে। নিশ্চয়ই ভাবছেন কী সেই প্রস্তাব? চলুন জেনে নেবেন।

যানজট কমাতে রোপওয়ে বসানোর পরামর্শ কেন্দ্রের

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক রাজ্য সরকারকে ঘুম-দার্জিলিং, দার্জিলিং-বিজনবাড়ি এবং দেওলো-কালিম্পং-এর মধ্যে রোপওয়ে (Darjeeling Ropeway) সংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে বলেছে। পুরো প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের “পর্বতমালা প্রকল্প”-এর আওতায় কল্পনা করা হচ্ছে বলে খবর। শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত দুধে, বালাসন, ধোত্রে এবং ঘুমকে সংযুক্ত করার জন্য একটি বিকল্প মহাসড়কও কেন্দ্রের কাছে প্রস্তাব করা হয়েছিল। দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত সোমবার জানিয়েছেন যে তিনি মন্ত্রক থেকে এই বিষয়ে একটি নির্দেশ পেয়েছেন।

কী বলছেন বিজেপি সাংসদ?

তিনি জানিয়েছেন, “ঘুম-দার্জিলিং, দার্জিলিং-বিজনবাড়ি এবং দেওলো-কালিম্পংয়ের মধ্যে রোপওয়ে সংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাই করতে কেন্দ্র বাংলা সরকারকে অনুরোধ করেছে।” এছাড়াও, তিনি আরও উল্লেখ করেছেন যে এনএইচআইডিসিএল দার্জিলিংয়ের জন্য একটি বিকল্প মহাসড়কের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং ডিআরপি শুরু করেছে। জাতীয় মহাসড়ক ১১০ (পূর্বে NH ৫৫) প্রতিদিন গড়ে প্রায় ১৫,০০০ যানবাহন চলাচল করে। এই রাস্তায় যানবাহনের ভিড় তীব্র যানজটের সৃষ্টি করে, বিশেষ করে ব্যস্ত সময়ে এবং পর্যটন মরসুমে।

সাংসদ জানান, “শিলিগুড়ি থেকে বালাসন হয়ে দার্জিলিং যাওয়ার জন্য একটি বিকল্প রুটের জরুরি প্রয়োজন। আমি আশা করি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন পশ্চিমবঙ্গ সরকারের সাথে কাজ করে রোপওয়ের সম্ভাব্যতা প্রতিবেদনটি দ্রুত বাস্তবায়ন করবে।” NH ১১০ এর বিকল্প ছাড়াও, NH ১০ এর জন্যও বিশেষ কিছু দাবিও রয়েছে। NH ১০ শিলিগুড়িকে সিকিম এবং কালিম্পংয়ের সাথে সংযুক্ত করে।

Leave a Comment