দার্জিলিং ভ্রমণ হবে আরও আকর্ষণীয়, এবার আরও তিন রুটে চালু হতে চলেছে টয়ট্রেন

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার পুজোয় পাহাড় ভ্রমণে হবে আরও জমজমাট! নতুন চমক দিতে পর্যটকদের জন্য নিয়ে আসা হতে চলেছে নয়া টয়ট্রেনের পরিষেবা। পাহাড়ের সৌন্দর্য ভালো করে উপভোগ করতে টয় ট্রেনের যেন জুরিমেলা ভার। পাহাড়ের বাঁকে ‘কু ঝিক ঝিক’ আওয়াজ তুলে চারিদিকের দৃশ্য দেখতে দেখতে যাওয়ার যে একটা অনুভূতি, সেটা সকলকে বোঝানো সত্যিই খুব কঠিন। তাই এবার সেই অনুভূতি আর বাড়িয়ে তুলতে বড় উদ্যোগ নিল দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

নতুন পরিষেবা চালু রেলের

১৮৭০ সালে প্রথম বার পরীক্ষামূলক ভাবে টয়ট্রেন চালানো হয়। শিলিগুড়ি থেকে দার্জিলিঙের পাহাড়কে টয়ট্রেনের মাধ্যমে যুক্ত করার জন্য ওই উদ্যোগের নয় বছর পর ১৮৭৯ থেকে বাণিজ্যিক ভাবে চালানোর জন্য কাজ শুরু হয়। তারপর কেটে গিয়েছিল ২ বছর। শেষমেষ পরিকাঠামোর উন্নত করে ১৮৮১ সালের ৪ জুলাই শিলিগুড়ি থেকে দার্জিলিঙের উদ্দেশে গড়িয়েছিল প্রথম টয়ট্রেনের চাকা।

গত শুক্রবারই ছিল এই টয়ট্রেনের ১৪৪ তম জন্মদিন। আর এই আবহেই এবার পুজোর আগেই আরও নতুন কয়েকটি টয়ট্রেন পরিষেবা চালু করতে চলেছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে।

কোথায় চলবে এই নয়া পরিষেবা?

রেল কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে যে চলতি বছর দুর্গাপুজোর আগেই সুকনা থেকে রংটং, কার্শিয়াং থেকে মহানদী ও কার্শিয়াং থেকে টুং নতুন এই তিন রুটে টয়ট্রেন চালু হতে চলেছে। প্রধানত পর্যটকদের আকর্ষণ বাড়াতেই এই উদ্যোগ রেল কর্তৃপক্ষের।

এছাড়াও অনেকে সময় দেখা যায় নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিং যেতে গেলে দীর্ঘ পথ যেতে হয়, তাই যাত্রীদের সুবিধার্থে এই নয়া ব্যবস্থা। আশা করা যাচ্ছে পুজোর সময় পর্যটকদের এই পরিষেবাগুলো তাদের মন জয় করবে।

আরও পড়ুন: বাংলা পেতে চলেছে নতুন রেল রুট! এক সূত্রে গাঁথবে হাওড়া, হুগলি, বাঁকুড়া

জন্মদিনে এলাহি ব্যাপার

এদিকে গত শুক্রবার টয়ট্রেনের জন্মদিবস উপলক্ষে সারা দিন ধরে নানা অনুষ্ঠান এবং প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। আর এদিনের সমস্ত অনুষ্ঠান এবং প্রতিযোগিতার মূল থিম ছিল টয়ট্রেন। ‘বসে আঁকো প্রতিযোগিতা’, ‘পোস্টার মেকিং’, ‘লাইভ আর্ট’ এবং ‘চিত্র প্রদর্শনী’-র আয়োজন করা হয়।

বেশ কয়েকটি স্কুলের কচিকাঁচারা ওই অনুষ্ঠানে যোগ দেয়। নতুন গান বাঁধা হয় টয় ট্রেনকে নিয়ে। DHR-এর আশা, টয়ট্রেনের মাধ্যমে আগামীদিনে পর্যটন ব্যবসায় জোয়ার আনবেন তাঁরা।

Leave a Comment