সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি এই শীতে কোনও ধার্মিক জায়গায় ঘুরতে যেতে ইচ্ছুক? কিন্তু পুরী বা তারাপীঠ যেতে চাইছেন না? তাহলে আজকের এই খবরটি রইল শুধুমাত্র আপনাদের জন্য। আজকের এই আর্টিকেলে আপনাদের এমন এক জায়গা সম্পর্কে তথ্য দেব যেখানে গেলে আপনারও ভালো লাগবে। পুরীর জগন্নাথ মন্দির বিশ্ববিখ্যাত, কিন্তু দিঘায় নবনির্মিত জগন্নাথ মন্দির এখন ‘হাইপ’ হয়ে উঠেছে সকলের কাছে। এখন যাকে দেখো সেই কিনা দিঘায় ছুটছে। তবে আপনি কি জানেন, পুরীর জগন্নাথ মন্দিরের মতোই আরও একটি মন্দির রয়েছে এই বাংলাতে? তাও কিনা কলকাতা থেকে খুব কাছেই? হ্যাঁ একদম ঠিক শুনেছেন। চলুন বিশদে জেনে নেবেন।
পুরীর জগন্নাথ মন্দিরের ধাঁচে বাংলায় রয়েছে আরও এক মন্দির
আজ কথা হচ্ছে বীরভূমের অত্যন্ত জনপ্রিয় শ্রী শ্রী জগন্নাথ মন্দির বীরচন্দ্রপুর একচক্রাধাম নিয়ে। মানুষ বীরভূমের কোনও মন্দির বললে আগেই মাথায় আসে তারাপীঠের কথা, কিন্তু অনেকেই হয়তো এই জগন্নাথ মন্দির (Birchandrapur Jagannath Temple) সম্পর্কে জানেন না। এই শ্রী শ্রী জগন্নাথ মন্দির বীরচন্দ্রপুর একচক্রাধাম তারাপীঠ থেকে খুব কাছেই। অনেকেই বীরচন্দ্রপুর জগন্নাথ দেবের মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের একটা পশ্চিমবঙ্গ সংস্করণ বলে থাকেন।
বীরভূম জেলার বীরচন্দ্রপুর আসবার অর্থ হল, একযোগে মায়াপুর ইস্কন মন্দির এবং পুরীর জগন্নাথ মন্দির দর্শন সেরে ফেলা। এই দুই মন্দিরে ভিতরে গর্ভগৃহ ফটো তোলা নিষিদ্ধ। যাইহোক, এই একচক্র ধামকে “বাংলার বৃন্দাবন” বা “গুপ্ত বৃন্দাবন” নামেও পরিচিত। এটি আধ্যাত্মিক পরিবেশ এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য অনেক ভক্ত ও পর্যটকদের আকর্ষণ করে। প্রতি বছর বহু পর্যটক কিন্তু এই মন্দির দর্শনে আসেন বটে। জগন্নাথ মন্দির ছাড়াও কিন্তু একচক্র ধামের অন্যতম প্রধান আকর্ষণ হলো বাঁকারায় মন্দির। বলা হয়, স্বয়ং নিত্যানন্দ প্রভু যমুনা নদী থেকে এই বিগ্রহটি উদ্ধার করে প্রতিষ্ঠা করেছিলেন। নিত্যানন্দ প্রভু তাঁর অপ্রকটের সময় এই বিগ্রহে বিলীন হয়েছিলেন বলে স্থানীয়দের মধ্যে বিশ্বাস করা হয়।
একচক্রধামে আর কী কী দেখবেন?
এই একচক্রধামে দেখার মতো কিন্তু অনেক কিছু রয়েছে। যেমন নিতাই বাড়ি, এটি শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মভিটা। এছাড়া রয়েছে ইসকন মন্দির, গৌড়ীয় মঠ, নিধুবন বৈষ্ণবপীঠ (পঞ্চপান্ডব তলা)। এও পঞ্চপান্ডব তলায় নাকি পান্ডবরা বাস করতেন বলে বিশ্বাস করা হয়। এছাড়াও ঘুরে দেখতে পারেন হাতুগাড়া।
কীভাবে পোঁছাবেন?
এখন নিশ্চয়ই ভাবছেন শ্রী শ্রী জগন্নাথ মন্দির বীরচন্দ্রপুর একচক্রাধাম কীভাবে পৌঁছাবেন? আপনি এই মন্দিরে যাওয়ার জন্য সিউড়ি, বোলপুর অথবা সাঁইথিয়া যে কোনো পথ দিয়ে আসতে পারেন। তারাপীঠ থেকে ১০ কিমি দূরত্বে অবস্থিত এই মন্দিরে আপনি সহজেই টোটো বা আটো আসতে পারেন। ভাড়া পড়বে ২০০-৩০০ টাকা।