দিতে হবে ট্যাক্স, যাওয়া যাবে না রুটের বাইরে! টোটো নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের

toto new rules

সহেলি মিত্র, কলকাতাঃ বর্তমান সময়ে এমন কোনও জায়গা নেই যেখানে টোটো চলে না। বিগত কয়েক বছর ধরে কোথাও যাতায়াতের ক্ষেত্রে এই টোটো সকলের পছন্দে পরিবহণ হয়ে উঠেছে। তবে বেশ কিছু জায়গায় টোটোর দৌরাত্ম্যের জেরে নাজেহাল অবস্থা প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষের। কিছু কিছু জায়গায় অবাধে টোটো চলছে। যে কারণে অন্যান্য পরিবহণ ব্যবস্থায় প্রভাব পড়ছে। এহেন পরিস্থিতিতে এবার ময়দানে নামল রাজ্য সরকার। এবার নির্দিষ্ট রুট বেঁধে দিচ্ছে সরকার। আপনিও কি টোটোতে ওঠেন বা টোটো চালক? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

টোটো নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের

অটো, রিকশা, বাসের মতো এবার টোটো চলাচলের ক্ষেত্রেও নির্দিষ্ট রুট বেঁধে দেওয়ার কাজ করছে সরকার (Toto New Rules)। এর ফলে আগামী দিনে টোটো চালকরা মনমর্জি মতো যেখানে সেখানে টোটো চালাতে পারবেন না। মেনে চলতে হবে নির্দিষ্ট রুট। যদি কেউ এই নির্দেশিকা না মানে তাহলে সেক্ষেত্রে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলে খবর।

HT বাংলার রিপোর্ট অনুযায়ী, সোমবার পরিবহণ দফতরের উদ্যোগে জেলা প্রশাসন, পুরসভা, টোটো সংগঠন ও পুলিশের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে স্পষ্ট করে জানানো হয়েছে, প্রতিটি টোটোকে সরকারি নথিভুক্তির আওতায় আনা হবে। নম্বরপ্লেট দেওয়া হবে, যেখানে থাকবে কিউআর কোড। সেটি স্ক্যান করলেই ধরা পড়বে নির্দিষ্ট রুট ছেড়ে অন্যত্র চলছে কি না। জেলার প্রতিটি টোটোর হিসেব রাখতে শুমারি হতে চলেছে। এক ব্যক্তির নামে একাধিক টোটোর রেজিস্ট্রেশন বন্ধ করার দাবি জানিয়েছে টোটো সংগঠনও।

নেওয়া হবে ট্যাক্স

এতদিন এই টোটো থেকে কোনওরকম ট্যাক্স বা রাজস্ব পেত না রাজ্য সরকার। তবে প্রশাসনের হাইভোল্টেজ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতে টোটোর জন্য বার্ষিক ট্যাক্স ধার্য করা হবে। একইসঙ্গে ধাপে ধাপে পুরনো টোটোর পরিবর্তে ই-রিকশা আনার দিকেও জোর দিচ্ছে সরকার। এই বিষয়ে এক সরকারি আধিকারিক জানিয়েছেন, অধিকাংশ টোটো দু’তিন বছরের বেশি টেকে না। বদলানোর সময় হলে ই-রিকশা বসাতে হবে। যাত্রী নিরাপত্তা নিয়ে আগেই গাইডলাইন জারি হয়েছিল। তাতে বলা হয়, জাতীয় ও রাজ্য সড়কে অটো ও টোটো চলতে পারবে না। কিন্তু বাস্তবে ছবি বদলায়নি। তবে আগামী দিনে এই ছবি বদলাতে পারে বলে আশাবাদী সকলে।

Leave a Comment