সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগ (Investment) করতে তো সবাই চায়। তবে সবাই সঠিক বিনিয়োগের রাস্তা খুঁজে পায় না। আজ আমরা এমন একটি বিনিয়োগের উপায় বলব, যেখানে দিনে মাত্র ৮.৫০ টাকা করে সঞ্চয় করতে পারলেই মেয়াদপূর্তিতে হাতে ৭.৭০ লক্ষ টাকা পাবেন। হ্যাঁ, এক্কেবারে সত্যি। জানতে আগ্রহী হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
আগেই বলে রাখি, বিনিয়োগ শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য নয়, বরং ছোট বাচ্চাদের জন্যও। বাবা-মায়ের উচিৎ তাদের সন্তানের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য আগে থেকেই বিনিয়োগের প্রতি উৎসাহিত করে তোলা এবং সন্তানদের মধ্যেই বিনিয়োগের অভ্যাস গড়ে তোলা। আজ আমরা যে স্কিমটি নিয়ে আলোচনা করব, সেটি মূলত শিশুদের জন্য বিশেষভাবে তৈরি। হ্যাঁ, আমরা বলছি এসবিআই বা স্টেট ব্যাঙ্কের জননিবেশ এসআইপি সম্পর্কে। চলুন জেনে নেওয়া যাক, এই স্কিম সম্পর্কিত বিস্তারিত তথ্য।
কী এই এসবিআই জননিবেশ এসআইপি স্কিম?
বলে রাখি, স্টেট ব্যাঙ্কের জননিবেশ এসআইপি স্কিম হল শিশুদের জন্য সেরার সেরা একটি বিনিয়োগের বিকল্প। এখানে প্রতি মাসে মাত্র ২৫০ টাকা দিয়ে বিনিয়োগ করা যায়। আর এই স্কিমে বিনিয়োগ করা অর্থ এসবিআই ব্যালান্স অ্যাডভান্টেজ ফান্ডে জমা হয়, যা একটি হাইব্রিড ফান্ড।
যেমনটা জানা যাচ্ছে, এসবিআই ব্যালান্স অ্যাডভান্টেজ ফান্ডটি ইকুইটি এবং ডেট উভয় ক্ষেত্রেই বিনিয়োগ করে থাকে। আর বাজারের অবস্থার উপর ভিত্তি করে তহবিল নির্ধারণ করে। ফলত, এখানে যত বেশি অর্থ বিনিয়োগ করবেন, তত লাভ। মোদ্দা কথা, একবার বিনিয়োগ করতে পারলে এখান থেকে মোটা অংকের টাকা পকেটে ঢুকবে।
২৫০ টাকা থেকেই করা যাবে বিনিয়োগ
বলাবাহুল্য, আপনি যদি মাসে মাত্র ২৫০ টাকা বা দিনে মাত্র ৮ টাকা করে সঞ্চয় করে এসবিআই জননিবেশ এসআইপি-তে বিনিয়োগ করতে পারেন, তাহলে আপনি দীর্ঘ মেয়াদে মোটা অঙ্কের টাকা রিটার্ন পাবেন। হ্যাঁ, ঠিকই পড়েছেন। আপনি যদি এখানে ৩০ বছর ধরে বিনিয়োগ চালিয়ে যান, তাহলে হিসাব অনুযায়ী মোট ৯০ হাজার টাকা বিনিয়োগ করবেন। সেক্ষেত্রে ১২% হারে মেয়াদ পূর্তির পর আপনার হাতে আসবে ৭.৭০ লক্ষ টাকা। অর্থাৎ, আপনি ৬.৮০ লক্ষ টাকা শুধুমাত্র সুদ থেকেই আয় করবেন।
আরও পড়ুনঃ বাড়িতে ঢুকে গলায় চাকু ঠেকিয়ে মহিলা ধর্ষণ সিভিক ভলান্টিয়ারের! বীরভূমে হাড়হিম করা ঘটনা
এক্ষেত্রে বলে রাখি, এটি একটি স্টক মার্কেট লিঙ্কড স্কিম। তাই দীর্ঘমেয়াদি রিটার্ন ১২% এর বেশিও হতে পারে, কমও হতে পারে। সবটাই নির্ভর করবে বাজারের উপর। সময়ের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধির মাধ্যমে মূলত আপনার ফান্ড বড় হবে। তবে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগের পথে হাঁটবেন। কারণ, আমরা বিনিয়োগ সম্পর্কে শুধুমাত্র টিপস দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না।