‘দিনে ১০০০ টাকা পাচ্ছি!’ বাংলাদেশি সন্দেহে আটক বাংলার শ্রমিকের ভাগ্য খুলল তামিলনাড়ুতে

Bengal Migrant Worker

সৌভিক মুখার্জী, কলকাতা: মিলছে দিনে 1000 টাকা মজুরি, আর নেই কোনও হয়রানি। হ্যাঁ, এভাবেই নিজের অভিজ্ঞতার কথা বলল মুর্শিদাবাদের অভিবাসী শ্রমিক (Bengal Migrant Worker) সাইনুর ইসলাম। গত মাসে উড়িষ্যায় প্রায় 400 জনের সঙ্গে বাংলাদেশি সন্দেহে তাকে পুলিশ আটক করেছিল। চারদিন পর মুক্তি পেলেও সেই ঘটনার পর ভরসা হারিয়েছেন তিনি। তাই জীবিকার সন্ধানে এবার তামিলনাড়ুতে পৌঁছে গিয়েছেন এই শ্রমিক।

উড়িষ্যায় বাংলাদেশি সন্দেহে আটক

ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, 1 জুলাই উড়িষ্যার জগৎসিংপুর জেলার বালিকুডা থানায় পুলিশ হঠাৎ করে হানা দিয়ে শতাধিক শ্রমিককে আটক করেছিল। তাদের বেশিরভাগই পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, মালদা কিংবা উত্তর দিনাজপুর জেলার মানুষ। অভিযোগ করা হয়েছিল যে, তারা নাকি অবৈধভাবে বাংলাদেশি হয়েও কাজবাজ করছে। আর এই ঘটনার পর রাজনৈতিক মহলে শুরু হয় চরম চাঞ্চল্য। তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মিত্র এবং সামরুল ইসলাম পর্যন্ত এ বিষয়ে সরব হয়েছিলেন এবং আদালতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

মুক্তির পর মেলেনি ভরসা

এদিকে চার দিন পর সাইনুর মুক্তি পেলেও তার পরিবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে। হ্যাঁ, আদালত ইতিমধ্যেই উড়িষ্যার অ্যাডভোকেট জেনারেলকে তলব করেছে। সাইনুর বলেছেন, উড়িষ্যায় আমি 20 বছর ধরে রাজমিস্ত্রির কাজ করছি। তবে ওই ঘটনার পর আর সেখানের উপর ভরসা নেই। আমার ছেলে ক্লাস সেভেনে পড়ে, ওর পড়াশোনা, পরিবার, সব কিছুই আমাকে সামলাতে হয়। তাই বসে থাকতে পারছি না।

এদিকে তিনি সেখান থেকে 28 জুলাই চেন্নাই পৌঁছে গিয়েছেন। এখন তিনি তিরুভাল্লুর জেলার আয়াপাক্কামে কাজ করছেন। তিনি বলেছেন, শুনেছি যে তামিলনাড়ু আর কেরালায় বাংলা ভাষাভাষী শ্রমিকদের নিয়ে সেরকম কোনো হয়রানি হয় না। আর এখানে সে 1000 টাকা তিনি মজুরিও পাচ্ছে। উড়িষ্যায় যেখানে মাত্র 700 টাকা মজুরি পেত। তিনি আরও জানিয়েছেন, তার উপর প্রায় 1 লক্ষ টাকা ঋণের বোঝা রয়েছে, যার নয় মাসের ইএমআইও বাকি। তাই এই বাড়তি আয়ের সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি।

আরও পড়ুনঃ বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংস অত্যাচার! অন্ধ্রপ্রদেশে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক

এদিকে সাইনুরের আইনজীবী শবনম সুলতানা জানিয়েছেন যে, উড়িষ্যায় যেভাবে তাকে আটক করা হয়েছিল, তা মৌলিক অধিকারের বিরুদ্ধে। চার দিন তাদের আদালতে না তুলে আটক করে রাখা হয়েছিল, যা সম্পূর্ণ আইনবিরুদ্ধ। এই অবৈধ আটক এবং ক্ষতিপূরণ নিয়ে আদালতে সিদ্ধান্ত নেবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের শ্রমিক ঐক্য মঞ্চের আহ্বায়ক অর্ণব পাল বলেছেন, যারা এত বছর ধরে বাইরে রাজ্য কাজ করে জীবিকা চালাচ্ছেন, তাদের জন্য উপযুক্ত কাজের সুযোগ কিংবা পুনর্বাসন এই রাজ্যে নেই। তাই নিরাপত্তা এবং ভালো মজুরির সন্ধানেই অনেকেই দক্ষিণ ভারতে চলে যাচ্ছে।

Leave a Comment