বিক্রম ব্যানার্জী, কলকাতা: এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি তিনি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সম্পদের পরিমাণ (Mukesh Ambani Net Worth) নিয়ে প্রায়শই চর্চা চলে নেট দুনিয়ায়। বিশ্বের 16তম ধনী ব্যক্তি তথা ভারতের এক নম্বর শিল্পপতি মুকেশ আম্বানির মোট সম্পদের পরিমাণ 113 বিলিয়ন ডলারেরও বেশি। হিসেব বলছে, মুকেশ আম্বানি যদি প্রতিদিন 5 কোটি টাকা করেও খরচা করেন, তবে আগামী 500 বছরেও তার সম্পদ শেষ হবে না।
500 বছরেও শেষ হবে না মুকেশ আম্বানির সম্পদ!
উইকিপিডিয়া ঘেঁটে জানা গেল, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির বর্তমান মোট সম্পদের পরিমাণ 113.5 বিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 10.14 লক্ষ কোটি টাকা। তবে হিসেব করে দেখতে গেলে, মুকেশ আম্বানি যদি দানছত্র খুলে বসেন তবেও তাঁর এই বিপুল অর্থ ভান্ডার শেষ হবে না। সেক্ষেত্রে প্রশ্ন থেকে যায়, কত দিনে শেষ হতে পারে মুকেশের বিপুল পরিমাণ অর্থ?
এক্ষেত্রে ধরা যাক, মুকেশ আম্বানি তার নিজের ব্যবসা বন্ধ করে দিয়েছেন এবং এই মুহূর্তে সবদিক থেকে তার আয় শূন্য। এবার তিনি যদি প্রতিদিন তার নিজের বিপুল পরিমাণ অর্থ থেকে 5 কোটি টাকা করে ব্যয় করতে শুরু করেন, তবে তার সেই বিপুল পরিমাণ সম্পদ শেষ হতে সময় লাগবে 2,02,800 দিন। সহজে বলি, মুকেশ আম্বানির বর্তমান সম্পদ 10.14 লক্ষ টাকা দেখে যদি প্রতিদিন 5 কোটি টাকা করে বাদ চলে যায়, সে ক্ষেত্রে মোট সম্পদ শেষ হতে সময় লাগছে 2,02,800 দিন। এবার এই দিনগুলিকে 365 দিয়ে ভাগ করলে হিসাব দাঁড়ায় 555 বছরেও বেশি।
অবশ্যই পড়ুন: ২৬ হাজার চাকরি-বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি খারিজ সুপ্রিম কোর্টের
উল্লেখ্য, ভারত তথা এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠাটা রাতারাতি হয়নি। দীর্ঘ সংগ্রাম এবং সুপরিকল্পিত ব্যবসায়িক উদ্যোগের মধ্যে দিয়েই আজ ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে উঠেছেন মুকেশ আম্বানি। না বললেই নয়, আজকের দিনে দাড়িয়ে মুকেশ আম্বানির রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মার্কেট ক্যাপ বা মোট ভ্যালুয়েশন 21,28,657 কোটি টাকা। একটা সময় ছোট টেক্সটাইল অর্থাৎ সুতোর ব্যবসা থেকে শুরু করে আজ খুচরো, মিডিয়া, টেলিকম, সহ আর্থিক পরিষেবা থেকে শুরু করে তেল এমনকি খাবারের বাজারেও ঢুকে পড়েছে রিলায়েন্সের সংস্থাগুলি।