বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে যেখান থেকে শেষ করেছিল চলতি মরসুমে ঠিক সেই জায়গা থেকেই যাত্রা শুরু করেছে মোহনবাগান সুপার জায়ান্ট। দেশের সবচেয়ে বড় লিগ ISL-এ টানা দ্বিতীয়বার লিগ শিল্ড ও 2024-25 মরসুমের খেতাব জয়ের পর আপাতত ডুরান্ড কাপের ময়দানে দাপট দেখাচ্ছে মোহনবাগান।
আসলে, আসন্ন লড়াইয়ে নিজেদের দক্ষতা প্রমাণ করতে ডুরান্ড কাপের ময়দানকে প্রস্তুতি ক্ষেত্র হিসেবে দেখছেন মোলিনা। কিন্তু তা সত্বেও ডুরান্ডে বাগান প্লেয়ারদের পারফরমেন্সে কোনও কমতি নেই। একের পর এক ম্যাচ নিজের সেরাটা দিয়ে লড়ছে সবুজ মেরুনের ছেলেরা।
বাগানের অনুশীলনে যোগ দিলেন দুই অজি তারকা
আগামী শনিবার ডুরান্ড কাপে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আক্রমণ শানাবে মোহনবাগান। আর তার আগেই মঙ্গলবার শহরে পা রেখেছেন বাগানের আক্রমণ ভাগের দুই প্রধান স্তম্ভ অস্ট্রেলিয়ান ফুটবলার জেমি ম্যাকলারেন ও জেসন কামিংস। গতকাল শহরে এসে স্বল্প বিশ্রামের পরই বাগানের অনুশীলনে যোগ দিয়েছেন দুই তারকা।
সূত্রের খবর, এই দুই তারকাকে শনিবারের একাদশে রাখতে চাইছেন মোলিনা। কিন্তু দুই অজি তারকা বাগান শিবিরে যোগ দিলেও দেখা নেই আরেক তাবড় দিমিত্রি পেত্রাতোসের। কবে শহরে আসবেন তিনি? জানতে উৎসুক হয়ে রয়েছেন সমর্থকরা।
অবশ্যই পড়ুন: অনুশীলনে কামিংস, ম্যাকলারেন! অপুইয়ার চোট নিয়ে চিন্তায় মোহনবাগান
কবে শহরে আসছেন দিমিত্রি পেত্রাতোস?
মঙ্গলবার দুই অজি তারকার শহরে আসার খবরে উচ্ছ্বসিত হলেও প্রিয় তারকা দিমির অপেক্ষায় রয়েছেন বাগান সমর্থকরা। কবে শহরে আসবেন মোহনবাগানের দাপুটে ফুটবলার? আপাতত সূত্রের যা খবর, 7 আগস্ট অর্থাৎ আগামীকাল মধ্যরাতেই শহরের বুকে পা রাখতে পারেন সবুজ মেরুনের এই বাঘা ফুটবলার।
যদিও এ প্রসঙ্গে মোহনবাগানের তরফে কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে ধারণা করা হচ্ছে, সতীর্থরা যেহেতু দলের অনুশীলনে যোগ দিয়ে দিয়েছেন, তাই তিনিও আর বিলম্ব করবেন না। সব ঠিক থাকলে আগামীকালই দিমিকে নিয়ে আসতে পারে সুখবর।