বিক্রম ব্যানার্জী, কলকাতা: সিদ্ধান্তটা চূড়ান্ত হয়ে গিয়েছিল আগেই। অবশেষে সরকারিভাবে তা স্পষ্ট করল ইস্টবেঙ্গল। শুক্রবার, লাল হলুদের তরফে জর্ডনের ডিফেন্ডার হিজাজি মাহেরের (Hijazi Maher) সাথে বিচ্ছেদের খবর জানিয়ে দেওয়া হয়েছে। নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ইস্টবেঙ্গল হিজাজিকে ধন্যবাদ এবং গুডলাক জানিয়ে গোল্ডেন হ্যান্ডশেকের খবর প্রকাশ করেছে। শেষ হয়েছে লাল হলুদে হিজাজি অধ্যায়।
কেন হিজাজিকে ছেড়ে দিল ইস্টবেঙ্গল?
2023 মরসুমে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছিলেন তারকা ফুটবলার হিজাজি। কলকাতার বট বৃক্ষের নিচে আসতেই নিজের জাত চেনাতে শুরু করেন জর্ডনের এই ফুটবলার। শুরুর দিকে মশাল ব্রিগেডের হয়ে একেবারে আগুন ঝরিয়েছিলেন মাহের। ডুরান্ড কাপের মঞ্চেও তাঁর পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। তবে ইস্টবেঙ্গল এবং হিজাজির সম্পর্কের বাঁধন আলগা করে দেয় গুরুতর চোট। গত মরসুমে চোটের কারণে লাল হলুদের বেশিরভাগ ম্যাচেই খেলতে পারেননি হিজাজি। সেই সময়েই নাকি ঠিক করা হয়েছিল পরবর্তী সিজনের আগেই বিদেশি ফুটবলারকে ছেড়ে দেবে মশাল ব্রিগেড। শেষ পর্যন্ত সেটাই হল।
হিজাজিকে বিদায়ের বার্তা সমাজ মাধ্যমে জানাল ইস্টবেঙ্গল
শুক্রবার রাতেই সরকারিভাবে হিজাজির সাথে বিচ্ছেদের খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়ে দেয় ইস্টবেঙ্গল। লাল হলুদের তরফে সমাজ মাধ্যমের পাতায় লেখা হয়, আমরা হিজাজিকে আগামী দিনের জন্য শুভেচ্ছা জানাই। ইস্টবেঙ্গলের জন্য তিনি যে নিষ্ঠা এবং একাগ্রতা দেখিয়েছেন, সেজন্য এবং সমস্ত স্মৃতির জন্য তাঁকে ধন্যবাদ। যদিও হিজজিকে নিয়ে লাল হলুদের সরকারি ঘোষণায় খুব একটা প্রভাব পড়েনি সমর্থকদের মনে। কারণ, তাঁরা আগে থেকেই জানতেন আজ না হলে কাল, হিজাজিকে বিদায় দেবে লাল হলুদ।
We bid a heartfelt goodbye to Hijazi Maher and wish him all the best, as we part ways mutually. 🔴🟡
Your dedication and…
Posted by East Bengal FC on Friday, September 5, 2025
নিজের দেশের ক্লাবে সই করেছেন হিজাজি
ইস্টবেঙ্গল শিবিরের হয়ে যখন প্রথম দিকে চুটিয়ে ফুটবল খেলছেন, ঠিক সেই সময়ে নাকি জর্ডন জাতীয় দলে ডাক পান মাহের। তবে লাল হলুদ শিবিরকে যথেষ্ট ধাক্কা দিয়েছিল এই বিদেশী ফুটবলারের চোট। গত মরসুমের শেষের দিকে হঠাৎ চোটের কবলে পড়েন হিজাজি। গত বছরের ফেব্রুয়ারিতে হাটুর চটের কারণে 2024-25 সিজনে কার্যত পা-ই রাখতে পারেননি তিনি। যদিও শোনা যাচ্ছে এখন পুরোপুরি ফিট হিজাজি। সূত্রের খবর যদি সত্যি হয় সেক্ষেত্রে, ইস্টবেঙ্গল ছাড়ার পর এবার নিজের দেশের এক ক্লাবের হয়ে খেলতে চলেছেন লাল হলুদ প্রাক্তনী। ইতিমধ্যেই নাকি ক্লাবটিতে সই করেছেন তিনি।
অবশ্যই পড়ুন: ‘আমরা চিরকালই বন্ধু থাকব!’ মোদিকে মহান আখ্যা ট্রাম্পের, জবাব দিলেন প্রধানমন্ত্রীও
উল্লেখ্য, মোহনবাগানের বিরুদ্ধে গত কলকাতা ডার্বিতে জোড়া গোল করে দলের মান বাঁচানো সত্ত্বেও সদ্য গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামানতাকোসকে ছেড়ে দিয়েছে ইস্টবেঙ্গল। যদিও শোনা যায়, বাবা হওয়ার পর বর্তমানে পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি নিজের দেশের ক্লাবের হয়ে খেলতে চাইছেন দিমি।