প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর শমীক ভট্টাচার্যের সংবর্ধনা অনুষ্ঠানে সকলে উপস্থিত থাকলেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। আর তাতেই জল্পনা বাড়তে থাকে যে এবার হয়তো দিলীপ তৃণমূলমুখী হবে। তারপরই আরও বেশি করে তাঁকে নিয়ে জল্পনা শুরু হয়। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে স্পষ্ট করে বুঝিয়ে দিলেন শমীক যে দলে প্রাক্তন রাজ্য সভাপতির ঠিক কতটা গুরুত্বপূর্ণ।
সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য
গতকাল অর্থাৎ শনিবার এক সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, “দিলীপ ঘোষের সঙ্গে কথা হয়নি, এটা কে বলল? উনি কোথায় গিয়েছেন যে ফিরে আসবেন। দিলীপ ঘোষ বিজেপিতে ছিলেন, আছেন এবং থাকবেন। দিলীপ ঘোষকে নিয়ে যা সিদ্ধান্ত নেওয়ার দল নেবে। দিলীপ ঘোষকে যেখানে কাজে লাগানোর কথা, সেখানে তিনি যাবেন। দিলীপ ঘোষ কোনও সেলেবেল কমোডিটি নয়।” এছাড়াও তিনি আরও বলেন যে, “দিলীপ ঘোষ অন্য কোথাও যাবেন না। জায়ে তো জায়ে কাহা।”
দিলীপের সঙ্গে ক্রমেই বাড়ছে দূরত্ব
অর্থাৎ এদিন শমীকের মন্তব্যে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দিলীপ বিজেপিতেই থাকবেন। কিন্তু, দিলীপ ‘অন্য কোথাও যেতে পারবেন না’ বলে শমীক কী বোঝাতে চাইলেন, তা নিয়ে নতুন করে ফের জল্পনা শুরু হয়েছে। যদিও এই নিয়ে বিজেপি নেতৃত্ব বা দিলীপ ঘোষ কোনো রকম প্রতিক্রিয়া বা ব্যাখ্যা দেননি। উল্লেখ্য বেশ কয়েকমাস ধরে দিলীপের সঙ্গে বিজেপির ‘দূরত্ব’ বারবার সামনে এসেছে।
গত ৩০ এপ্রিল দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনে সস্ত্রীক গিয়েছিলেন দিলীপ। মুখ্যমন্ত্রী পাশে বসে আলোচনা করতে দেখা যায় তাঁকে। যেটা ভালভাবে নেয়নি বঙ্গ বিজেপি নেতৃত্ব। তারপরেই আর কার্যত দেখা যায়নি দিলীপকে।
আরও পড়ুন: বকেয়া DA দেওয়ার আগেই বেতন বৃদ্ধি! বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার
শুভেন্দুকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য
এরপরই কখনও দিলীপের নতুন দল তৈরি নিয়ে জল্পনা শুরু হয়। কখনও তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা বাড়ে। যদিও সেই জল্পনায় জল ঢেলে দিয়েছেন বঙ্গ বিজেপির নয়া সভাপতি। অন্যদিকে এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন শমীক ভট্টাচার্য।
মুরলীধর সেন লেনের দলীয় কার্যালয় থেকে শুভেন্দু-সহ নেতাদের ছবি সরানো নিয়ে তিনি বলেন, ”আমি এটা বিশ্বাস করি না যে তিনি শুধু বিজেপির হৃদয়ে রয়ছেন, তৃণমূলের হৃদয়েও আছেন। সেই কারণে তৃণমূল বারবার শুভেন্দু-শুভেন্দু করে।”