দিল্লিগামী গরিব রথ এক্সপ্রেসে অগ্নিকাণ্ড! অল্পের জন্য রক্ষা পেলেন ৫০০ যাত্রী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড়সড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল মুম্বইয়ের বান্দ্রা থেকে দিল্লির সরাই রোহিল্লাগামী গরিব রথ এক্সপ্রেস। রেল সূত্রে খবর, শনিবার ভোর রাতে রাজস্থানের সেন্দ্রা স্টেশনের কাছে হঠাৎ আগুন লেগে যায় গরিব রথ এক্সপ্রেসের ইঞ্জিনে। যাত্রীরা তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন।

ট্রেনের ইঞ্জিনে আগুন লেগেছে সে খবর জানতে পেরেই একেবারে তোলপাড় কান্ড ঘটে যায় ট্রেনের মধ্যেই। আতঙ্কিত হয়ে যাত্রীরা এদিক-ওদিক ছুটতে থাকেন! জানা যাচ্ছে, শেষ পর্যন্ত ট্রেন থামিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল।

এক নজরে গোটা ঘটনা

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১৯ জুলাই শনিবার ভোররাতে দিল্লিগামী গরিব রথ এক্সপ্রেসে অন্তত 500 জন যাত্রী ছিলেন। সূত্রের খবর, ট্রেনটি রাত সাড়ে এগারোটা নাগাদ আবু রোড স্টেশন থেকে ছেড়ে দিল্লির উদ্দেশ্যে যাত্রা করে।

এরপরই বেশ কিছুটা পথ অতিক্রম করে এসে রাত 3টে নাগাদ সেন্দ্রা স্টেশন পেরিয়ে ট্রেনটি কিছুদূর যেতেই হঠাৎ বেশ কয়েকজন যাত্রী দেখতে পান ট্রেনের ইঞ্জিন থেকে কালো ধোয়া বের হচ্ছে।

তার কিছুক্ষণের মধ্যেই দাউদাউ করে জ্বলতে থাকে ইঞ্জিনের একাংশ! খবর যায় লোকো পাইলটের কাছে, এরপর নিরাপদ স্থানে ট্রেনটি থামিয়ে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আর ঠিক সেই সময়ে অন্তত 500 জন যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছিল। আপাতত যা খবর, ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

 

অবশ্যই পড়ুন: ২০১১ বিশ্বকাপে প্রায় বাদই পড়েছিলেন যুবরাজ সিং! ধোনির ইচ্ছায়… মুখ খুললেন গ্যারি কার্স্টেন

কীভাবে লাগলো আগুন?

যাত্রীদের একাংশের দাবি, লোকো পাইলটের তৎপরতায় বড়সড়ো বিপদ এড়ানো গিয়েছে। তবে প্রশ্ন থেকে যায়, হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লাগলো কীভাবে? প্রাথমিক তদন্তের পর যা খবর, মূলত শর্টসার্কিট কিংবা কোনও প্রযুক্তিগত ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটেছে।

Leave a Comment