সৌভিক মুখার্জী, কলকাতা: এবার দিল্লির নাম পরিবর্তন করে করা হবে ইন্দ্রপ্রস্থ (Delhi Renaming to Indraprastha)! হ্যাঁ, বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল অমিত শাহর কাছে বড়সড় দাবি জানিয়ে বসলেন। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি চিঠিও লিখেছেন। আর সেখানে বলা হয়েছে, এই পরিবর্তন শুধুমাত্র নামই বদলাবে না, বরং ভারতের আত্মা আর ঐতিহাসিক ঐতিহ্যের স্মৃতি বিজড়িত করে তুলবে।
শনিবার দিল্লির চাঁদনী চক থেকে বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল অমিত শাহকে ওই চিঠি পাঠিয়েছিলেন। আর সেখানে মূলত মহাভারতের সময়কালে পাণ্ডবরা যমুনার তীরে ইন্দ্রপ্রস্থ নামে রাজধানী স্থাপন করেছিলেন বলেই জানিয়েছেন খান্ডেলওয়াল। এমনকি তিনি এও জানান যে, পরে শহরটি বাণিজ্য, সংস্কৃতি ও শাসনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। সুলতান এবং মুঘল আমলে শহরের নাম বদলে দিল্লি করা হয়। এরপর ১৯১১ সালে ব্রিটিশরা নতুন দিল্লিকে রাজধানী হিসেবে ঘোষণা করে।
🚨 #BreakingNews: दिल्ली को मिले प्राचीन गौरवशाली नाम — “इंद्रप्रस्थ”!
चाँदनी चौक से सांसद प्रवीन खंडेलवाल ने केंद्रीय गृह मंत्री अमित शाह को पत्र लिखकर दिल्ली का नाम “इंद्रप्रस्थ” करने की मांग की
खंडेलवाल ने कहा — “दिल्ली केवल एक आधुनिक राजधानी नहीं, बल्कि पांडवों की बसाई हुई… pic.twitter.com/ecZIYnzkuA
— 𝐁𝐡𝐚𝐯𝐞𝐬𝐡 𝐇𝐢𝐧𝐝𝐮𝐬𝐭𝐚𝐧𝐢 🇮🇳 (@nationalDivyang) November 1, 2025
রেখেছেন চারটি দাবি
বলাবাহুল্য, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দেওয়া ওই চিঠিতে বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল চারটি দাবি পেশ করেছেন। আর সেগুলি হল-
১) ভারতের রাজধানী দিল্লির নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ করতে হবে।
২) পুরাতন দিল্লি রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ জংশন রাখতে হবে।
৩) ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দরের নাম পরিবর্তন করে ইন্দ্রপ্রস্থ বিমানবন্দর রাখতে হবে।
৪) দিল্লির কোনও বিশিষ্ট স্থানে পাণ্ডবদের বিরাট মূর্তি স্থাপন করতে হবে।
আরও পড়ুনঃ LPG থেকে আধার আপডেট, ক্রেডিট কার্ড! ১ নভেম্বর থেকে বদলে গেল একাধিক নিয়ম
তিনি বলেন যে, এই অনুরোধ শুধুমাত্র দিল্লির ঐতিহাসিক ন্যায়বিচার জন্য নয়, বরং এতে ইতিহাসের স্মৃতি আবারও ভেসে উঠবে। দিল্লির আসল পরিচয় ইন্দ্রপ্রস্থ। এই নামকরণ আমাদেরকে সেই ইতিহাসের শিকড়ের সাথে সংযুক্ত করবে এবং সাংস্কৃতিক নবজাগরণের নতুন অধ্যায় সূচনা করবে। এমনকি তিনি আরও বলেছেন, যখন অযোধ্যা, কাশি ও প্রয়াগরাজের মতো শহরগুলি তাদের প্রাচীন পরিচয় ফিরে পাবে, তখন দিল্লির আসল নাম ফিরে আসলে সংস্কৃতি আরও হয়ে উঠবে। পাশাপাশি ইন্দ্রপ্রস্থ নামকরণ করলে রাজধানীর পর্যটন শিল্প আরও উন্নত হবে।