দিল্লির বিস্ফোরণে তিলোত্তমাতেও হাই-অ্যালার্ট, লালবাজারের নজরে কলকাতা মেট্রোও

Alert In Kolkata

প্রীতি পোদ্দার, কলকাতা: সোমবার একাধিক ব্যস্ততার মাঝেই ভর সন্ধ্যায় ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল গোটা দিল্লি। সেখানকার লাল কেল্লা মেট্রো স্টেশনের কাছে পার্ক করা একটি গাড়িতে বোমা বিস্ফোরণের তীব্রতা এতটাই ভয়ংকর ছিল যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ছিন্নভিন্ন দেহ। ঘটনার পর মুম্বই, কলকাতা (Alert In Kolkata) এবং উত্তরপ্রদেশে হাই অ্যালার্ট জারি করেছে সংশ্লিষ্ট রাজ্য প্রশাসন। সময় যত এগোচ্ছে দিল্লিতে একের পর এক মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এদিকে দিল্লির ঘটনার জেরে সতর্ক লালবাজারও। তাই এলাকায় নাশকতা রুখতে তৎপর হয়ে উঠেছে কলকাতা পুলিশ।

চলছে নাকা চেকিং এবং পেট্রোলিং

পুলিশ সূত্রে খবর, গতকাল অর্থাৎ সোমবার রাতে দিল্লিতে বিস্ফোরণের পরই লালবাজার থেকে শহরের সমস্ত থানাকে বিশেষ সতর্কবার্তা পাঠানো হয়েছে বলে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বিভিন্ন রাস্তায় নাকা চেকিং এবং পেট্রোলিং-এর নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই নির্দেশ পাওয়া মাত্রই তড়িঘড়ি সবাই কাজে নেমে পড়ে। এছাড়াও, শহরের বিভিন্ন হোটেল ও লজে শুরু হয়েছে তল্লাশি। সেখানে থাকা আবাসিকদের পরিচয়পত্র ও নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। তবে সবচেয়ে বেশি নজরদারি বাড়ানো হয়েছে গুরুত্বপূর্ণ ভবন, সরকারি দফতর এবং ঘনবসতিপূর্ণ এলাকায়। কলকাতা মেট্রো রেলের ক্ষেত্রেও বাড়ানো হয়েছে নজরদারি।

স্যাম্পেল সংগ্রহ ফরেনসিক ডিপার্টমেন্টের

গতকাল, দিল্লির বিস্ফোরণের তীব্রতা বুঝে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, লালকেল্লার কাছে বিস্ফোরণে হয়ত কেমিক্যাল অথবা অন্য রকমের কোনও বিস্ফোরক ব্যবহার করা হয়ে থাকতে পারে। তবে সবটাই জানা যাবে পরীক্ষা নিরীক্ষার পর। ইতিমধ্যেই দিল্লি বিস্ফোরণকাণ্ডের পর স্যাম্পেল সংগ্রহ করতে ঘটনাস্থলে যান ফরেনসিক ডিপার্টমেন্টের বিশেষজ্ঞরা। FSL অফিসার মহম্মদ ওয়াহিদ জানিয়েছেন, ‘ইতিমধ্যেই সেই স্যাম্পেল ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষা নিরীক্ষার পরেই কেবলমাত্র কোনও কিছু বলা সম্ভব।’

আরও পড়ুন: CAA নিয়ে স্বস্তি, হাইকোর্টে মামলা উঠতেই বড় আশ্বাস দিল স্বরাষ্ট্র মন্ত্রক

প্রসঙ্গত, তদন্তকারীদের তরফে জানা গিয়েছে দিল্লির বিস্ফোরণের মাত্র কয়েক ঘণ্টা আগেই লালকেল্লা থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে বাজেয়াপ্ত করা হয়েছে ২ হাজার ৯০০ কেজি বিস্ফোরক। আর সেক্ষেত্রে পাকড়াও করে গ্রেফতার করা হয়েছে চিকিৎসক-সহ ৮ জনকে। শেষ পাওয়া আপডেট অনুযায়ী দিল্লি থেকে এখনও পর্যন্ত ১০ এর বেশি মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছে কমপক্ষে ২৪। তাঁদের সকলকে লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

Leave a Comment