দিল্লি বিমানবন্দরে ৭ বছরের মেয়ের সামনে বাবাকে মারধর এয়ার ইন্ডিয়ার পাইলটের!

Delhi Airport Incident

সৌভিক মুখার্জী, কলকাতা: দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরের ১ নম্বর টার্মিনালে এক যাত্রীকে মারধরের অভিযোগ উঠল (Delhi Airport Incident), তাও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটের বিরুদ্ধে। ঘটনাটি সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এমনকি অভিযোগকারী যাত্রী অঙ্কিত দেওয়ান দাবি করছেন, ওই পাইলট তাঁর সঙ্গে শুধুমাত্র দুর্ব্যবহার করেননি, বরং শারীরিকভাবে আক্রমণ করেছেন, যার ফলে তিনি রক্তাক্ত হয়ে পড়েছেন।

সম্প্রতি এই ঘটনার ভিডিও ও ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাত্রী দাবি করছেন, এই ঘটনার জেরে তাঁর গোটা ছুটি নষ্ট হয়েছে এবং মানসিকভাবে ভেঙে পড়েছে তাঁর গোটা পরিবার। বিশেষ করে তাঁর এক সাত বছরের কন্যা, যে বাবার উপর হামলার দৃশ্য নিজের চোখে দেখেছে। কিন্তু কী সেই ঘটনা? জানুন এই প্রতিবেদনে।

কী অভিযোগ তুললেন ওই যাত্রী?

সোশ্যাল মিডিয়ায় পোস্টে অঙ্কিত লিখেছেন, তিনি তাঁর স্ত্রী এবং সন্তানদের সঙ্গে বিমান ধরার জন্য নিরাপত্তা পরীক্ষার লাইনে দাঁড়িয়ে ছিলেন। আর তাদের সঙ্গে একটি চার মাসের শিশু ছিল স্ট্রোলারে শুয়ে। তবে সেই সময় বিমানবন্দরের কর্মীরা তাঁদের একটি স্টাফদের জন্য নির্দিষ্ট সিকিউরিটি লাইনে ঢুকতে বলেছিলেন। অভিযোগ ওঠে, ওই লাইনে একাধিক কর্মী যাত্রীদের সামনে লাইন ভাঙছিলেন। তবে এতে আপত্তি জানাতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। অঙ্কিত অভিযোগ করছেন, এয়ার ইন্ডিয়ার পাইলট ক্যাপ্টেন বীরেন্দ্র তাঁকে উদ্দেশ্য করে বলেন, “তুমি কি অশিক্ষিত? বোর্ডে লেখা রয়েছে এটি স্টাফদের জন্য। পড়তে পারো না?” তারপর কথা কাটাকাটির মধ্যে পাইলট তাঁর উপর চড়াও হন এবং মারধরও করেন। অঙ্কিত দাবি করছেন, হামলার ফলে তিনি রক্তাক্ত হয়ে পড়েন এবং পাইলটের শার্টে যে রক্ত লেগেছিল সেটি তাঁর।

তবে সবথেকে মর্মান্তিক বিষয়, এই গোটা ঘটনাটি ঘটে অঙ্কিতের সাত বছরের একটি মেয়ের সামনেই। তিনি বলেছেন, আমার মেয়ে নিজের চোখেই দেখেছে তাঁর বাবাকে মারধর করা হচ্ছে। আর সে এখনও আতঙ্কে রয়েছে আর ভয় পাচ্ছে। আমাদের গোটা ছুটি পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে ওই পাইলটের জন্য।

আরও পড়ুন: রেললাইনের ধারে শৌচকাজ, মোদীর সভায় যেতে গিয়ে তাহেরপুরে ট্রেনের ধাক্কায় মৃত ৪

এয়ার ইন্ডিয়া কী বলল?

এই ঘটনা সামনে আসার পর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস সরাসরি বিবৃতি জারি করে দুঃখ প্রকাশ করেছে এবং সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত পাইলটকে তাৎক্ষণিকভাবেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর গোটা বিষয়টি এখন তদন্তের আওতায়। তদন্তের রিপোর্ট অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। এমনকি সংস্থার এক মুখপাত্র বলেছেন, দিল্লি বিমানবন্দরে আমাদের এক কর্মীর সঙ্গে জড়িত এই ঘটনার কথা আমরা জানতে পেরেছি। ওই কর্মী অন্য একটি এয়ার লাইন্সের যাত্রী হিসেবে সফর করছিলেন। কিন্তু আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা করছি। এখন সবটাই নজর থাকবে তদন্তের দিকে।

Leave a Comment